শারীরিক সম্পর্কের জন্য আর পুরুষ সঙ্গী দরকার হবে না মহিলাদের! বিকল্প কী?
- FB
- TW
- Linkdin
শারীরিক সম্পর্কের ক্ষেত্রে এবার 'স্বনির্ভর' হতে চাইছেন মহিলারা, মত গবেষকদের
মহিলাদের শারীরিক সম্পর্কের চাহিদা বদল নিয়ে গবেষণা চলছে। এ বিষয়েই এবার চাঞ্চল্যকর দাবি করেছেন এক গবেষক।
ভবিষ্যতে অনেক মহিলাই শারীরিক সম্পর্কের জন্য পুরুষ সঙ্গীর উপর নির্ভর করবেন না, মত গবেষকদের
গবেষকদের মতে, এখনই অনেক মহিলা শারীরিক সম্পর্কের জন্য পুরুষ সঙ্গীর উপর নির্ভর করছেন না। ভবিষ্যতে আরও অনেক মহিলা একই পথে হাঁটতে পারেন।
পুরুষ সঙ্গী ছাড়া কীভাবে যৌন চাহিদা মেটাচ্ছেন মহিলারা? চাঞ্চল্যকর দাবি গবেষণায়
মহিলাদের শারীরিক সম্পর্কের ক্ষেত্রে যে বদল এসেছে, সে বিষয়ে গবেষণার ফল রীতিমতো চাঞ্চল্যকর।
ভবিষ্যতে পুরুষ সঙ্গীর বদলে রোবটের মাধ্যমে শারীরিক সম্পর্ক মেটাবেন মহিলারা?
গবেষকদের মতে, এক দশকের মধ্যেই মহিলাদের শারীরিক সম্পর্কের চাহিদা সম্পূর্ণ বদলে যেতে পারে। তাঁরা পুরুষ সঙ্গীর বদলে রোবটের উপর নির্ভর করতে পারেন।
পুরুষ সঙ্গীর বদলে রোবটের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে কি বেশি সুখ পাওয়া যাবে?
রোবটের মাধ্যমে বিশ্বজুড়ে এখন নানা কাজ হচ্ছে। কিন্তু পুরুষ সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে যে সুখ পান মহিলারা, রোবটের ক্ষেত্রে কি একইরকম তৃপ্তি পাওয়া যাবে? এ বিষয়ে কিছুটা সংশয় থাকছে।
আর্থিকভাবে স্বাধীন এবং ব্যক্তিত্বশালী মহিলারাই রোবট বেছে নিচ্ছেন, মত গবেষকদের
গবেষকরা জানিয়েছেন, যে মহিলারা অর্থ উপার্জনের জন্য কোনও পুরুষের উপর নির্ভর করেন না, তাঁরাই শারীরিক সম্পর্কের ক্ষেত্রে পুরুষ সঙ্গীর বদলে রোবট বেছে নিচ্ছেন।
ডিলডো বা সেক্স টয়ের মাধ্যমেই মহিলাদের যৌন-রুচি বদলে গিয়েছে, মত গবেষকদের
এক দশকেরও বেশি সময় আগে থেকেই বিশ্বজুড়ে নানা ধরনের সেক্স টয়ের চাহিদা দেখা যাচ্ছে। গবেষকদের মতে, সেই ধারা এখনও সমানে চলছে।
পূর্ণাঙ্গ শারীরিক কাঠামো থাকাতেই কি সেক্স টয়ের চেয়ে রোবট বেশি পছন্দ মহিলাদের?
গবেষকদের একাংশের মতে, পুরুষদের মতোই রোবটের পূর্ণাঙ্গ শারীরিক কাঠামো থাকে। এই কারণে সেক্স টয়ের বদলে রোবট বেছে নিচ্ছেন মহিলারা।