সংক্ষিপ্ত

ত্বকের যত্ন নিতে ব্যবহার করুন গোলাপের পাপড়ি। এতে থাকা একাধিক উপাদান ত্বক উজ্জ্বল করে। নানা কারণে আমরা রোজ ওয়াটার ব্যবহার করে থাকি। এবার রোজ ওয়াটার না লাগিয়ে সরাসরি গোলাপের পাপড়ি দিয়ে প্যাক বানান। ত্বকের যে কোনও সমস্যাও দূর করতে লাগান গোলাপের পাপড়ি। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন।

ত্বকের যত্ন নিতে চলে নানা রকম কসরত। কখনও প্যাক ব্যবহার, কখনও ব্যবহার করে থাকি মাস্ক। এই সবের সঙ্গে চলে নানা রকম প্রোডাক্টের ব্যবহার। এবার ত্বকের যত্ন নিতে ব্যবহার করুন গোলাপের পাপড়ি। এতে থাকা একাধিক উপাদান ত্বক উজ্জ্বল করে। নানা কারণে আমরা রোজ ওয়াটার ব্যবহার করে থাকি। এবার রোজ ওয়াটার না লাগিয়ে সরাসরি গোলাপের পাপড়ি দিয়ে প্যাক বানান। ত্বকের যে কোনও সমস্যাও দূর করতে লাগান গোলাপের পাপড়ি। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন। 

গোলাপ ফুল ও চালের গুঁড়ো দিয়ে প্যাক বানান। গোলাপ ফুলের কয়েকটা পাপড়ি বেটে নিন। তার সঙ্গে মেশান মিহি করা চলের গুঁড়ো। ভালো করে মিশিয়ে পেস্ট বানান। এই সময় সামান্য জল দিন। চাইলে গোলাপের পাপড়ি ও চালের গুঁড়ো এক সঙ্গে নিয়েও পেস্ট বানাতে পারেন। এবার মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। 

গোলাপ ফুল ও মধু দিয়ে প্যাক বানাতে পারেন। গোলাপ ফুলের কয়েকটা পাপড়ি বেটে নিন। তার সঙ্গে মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এবার মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন ব্যবহারে ত্বক উজ্জ্বল হবে। 

গোলাপ ফুল, এসেন সিয়াল অয়েল দিয়ে বানাতে পারেন প্যাক। এক্ষেত্রেও, প্রথমে গোলাপ ফুলের কয়েকটা পাপড়ি বেটে নিন। তার সঙ্গে মেশান এসেন সিয়াল অয়েল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তারপর এটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন ব্যবহারে ত্বক উজ্জ্বল হবে। এই প্যাকের গুণে ত্বকের রুক্ষভাব দূর হবে। 

এই তিন প্যাক চাইলে মুখের সঙ্গে হাতেও লাগাতে পারেন। গোলাপ ফুলে কয়টি গুরুত্বপূর্ণ মৌল আছে। যা ত্বকের জন্য খুবই উপকারী। গরম মানে সারাক্ষণ ত্বকে তেল তেলে ভাব। বিশেষ করে, যাদের অয়েলি স্কিন তারা এই সময় খুবই সমস্যায় ভোগেন। এদিকে আবার গরম পড়লেই হাজারও অনুষ্ঠান লেগে থাকে। বৈশাখ মাসে একের পর এক বিয়ে, তারপর জন্মদিন, অন্নপ্রাশনের মতো একাধিক অনুষ্ঠান তো আছেই। এই সময় ত্বক উজ্জ্বল করা সব থেকে আগে প্রয়োজন। তাই এবার ত্বক উজ্জ্বল করলে ব্যবহার করুন এই তিনটি গোলাপের পাপড়ি দিয়ে তৈরি ফেসপ্যাক।  ত্বক উজ্জ্বল হবে গোলাপ ফুলের গুণে। 

আরও পড়ুন- বাস্তুদোষ দূর করতে ঘরে রাখুন আরোয়ানা মাছের ছবি, জেনে নিন কোথায় রাখবেন এটি

আরও পড়ুন- পিতলের অন্নপূর্ণা মূর্তি দূর করবে সকল বাস্তুদোষ, জেনে নিন কোথায় রাখবেন এই মূর্তি

আরও পড়ুন- সৌভাগ্য ফিরে পেতে ঘরে রাখুন এই কয়টি ফেং শুই আইটেম, জেনে নিন কী কী