সংক্ষিপ্ত

সম্পর্কের সমীকরণ বদলে ফেলুন স্বভাবেই

মাথায় রাখুন কয়েকটি টিপস

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে একে অন্যের প্রতি বিশ্বাস রাখুন

প্রেমের বিষয় ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিন

প্রেমে পড়া যতটা সহজ, ঠিক ততটাই কঠিন এই প্রেম টিকিয়ে রাখা। কখনও নিজের ভুলে কখনও আবার অন্যের প্রতি ভারসা বিশ্বাস না রাখতে পারার জন্য অনেক সময় আমরা ভালো সম্পর্কও নষ্ট করে ফেলি। কিন্তু এই পথে চললে কোনও সম্পর্কই টিকিয়ে রাখা দায় হয়ে উঠবে। তাই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য মাথায় রাখুন কয়েকটি বিষয়। 
কী কী উপায় আপনার সঙ্গে আপনার সঙ্গীর সম্পর্ক ভালো থাকবে জানুনঃ 
১) বিশ্বাস করুন। একে অন্যের প্রতি বিশ্বাস করাটা একান্ত প্রয়োজন। নইলে তা থেকে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। এটাই সম্পর্কের ভিত তৈরি করতে সাহায্য করবে।
২) আচার-আচরণের দিকে নজর দিন। একে অন্যের প্রতি যত্নশীল হন। এবং নমনীয় ব্যবহার করুন। এতে সুস্থ সম্পর্ক গড়ে উঠবে। 
৩) একে অন্যকে বোঝার চেষ্টা করুন। সমস্যাগুলো ভাগ করে নিন। বিপদে পাশে এসে দাঁড়ান। বন্ধুর মতন পাশে থাকুন। দেখবে সম্পর্কের সমীকরণটাই বদলে যাচ্ছে।
৪) সম্পর্ককে স্বীকৃতি দিন। বাড়িতে জানান, বা বন্ধুদের মধ্যে তাঁর একটা জায়গা করে দিন। এতে সম্পর্কে ভরসা অনেকখানি বেড়ে যায়। 
৫) আপনার প্রেমিক বা প্রেমিকার প্রতি আকর্ষণও যেন সঠিক মাত্রায় থাকে। একে অন্যকে যথাযত সন্মান দিয়েই কাছে থাকার অভ্যাস করুন। এতে আপনাদের সম্পর্কের গভীরতা বৃদ্ধি পপাবে।
৬) ধৈর্য ধরুন। একে অন্যের কথা শুনুন। সময় দিন। নিজের সমস্যাগুলোও খুলে বলুন। দেখবেন মানসিক ক্লান্তি অনেকখানি কেটে যাচ্ছে।