সংক্ষিপ্ত
চুলে জটের সমস্যার সমাধান
চুল ছিঁড়ে পড়ে গেলে তা থেকেই জট হয়
মাথায় রাখুন কয়েকটি টিপস
জটের সমস্যা মিটিয়ে ফেলুন মুহুর্তে
চুলের জট ছাড়াতেই নাজেহাল অবস্থা হয় অনেকের। এমন অবস্থায় যদি হাতে থাকে কম সময় তবে তা বলাই বাহুল্য। একগাদা চুল ছিঁড়ে হাতে চোলে আসার জোগার। তাই টুলে জটের সমস্যা এড়িয়ে না গিয়ে করে ফেলুন সহজে সমাধান।
আরও পড়ুনঃ সখের সাদা জুতো নিয়ে চিন্তা! জুতোর রং বজার রাখতে মাথায় রাখুন কয়েকটি টিপস
জানুন কী কী উপায় চুলের জট ছাড়ানো সম্ভবঃ
১) চুলের আগা থেকে মাঝে মধ্যেই ছেঁটে ফেলা প্রয়োজন। এতে চুল ঝড়ার সম্ভাবনা কম থাকে। ভাহা চুল থেকেই জটের সমস্যা দেখা দেয়।
২) ভেজা চুলে চিরুনি নয়, আঙুল দিয়েই চুল ঠিক করে নিন। তা খানিকটা শুকিয়ে যাওয়ার পর চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন।
৩) মাথায় তেল লাগান মাঝে মধ্যে। এতে চুলের শুষ্কতা কমে যাবে। এর ফলে চুল কম ভাঙবে, এবং জটের সমস্যা মিটে যাবে।
৪) শ্যাম্পুর পর কন্ডিশনার লাগিয়ে নিন। এর ফলে চুল তেলা এ মসৃণ হয়ে যায়। এবং তা আঁচড়ানোর সময় জট পাকে কম।
৫) চুল বেংধেই স্নান করুন। এতে জট পড়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। চুল বেশি খোলা রাখলে তাতে জট পড়ে বেশি। সেক্ষেত্রে সিরাম ব্যবহার করতে পারেন।