Christmas 2025: রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা (Digha)। সেই দিঘায় সারাবছর মানুষের আনাগোনা ঘটলেও বড়দিন ও বর্ষবরণে সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। যানজট মুক্ত রাখতে জেলা পুলিশের বিশেষ উদ্যোগ।
Digha Travel: রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা। সারা বছরই দিঘায় যাওয়া আসা লেগেই থাকে। কাছে পিঠের মধ্যে একটা ভালো সমুদ্রবেষ্টিত জায়গা হল এই দিঘা। সেই দিঘায় সারা বছর মানুষের আনাগোনা ঘটলেও বড়দিন ও বর্ষবরণের মতো উৎসবের সময়ে এই সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। এই সময়ে রাস্তা যানজট মুক্ত রাখতে জেলা পুলিশের বিশেষ উদ্যোগ। দিঘায় প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। পুলিশ সুপার মিতুনকুমার দে বলেন, ‘বড়দিন ও বর্ষবরণের দিঘায় বহু মানুষের সমাগম ঘটে। পর্যটকদের জন্য নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা ঠিকঠাক রাখতে আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। সেগুলি বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।’
কড়া ব্যবস্থা পুলিশের
অতিরিক্ত পুলিশ সুপার (কাঁথি) অতীশ বিশ্বাস বলেন, ‘দিঘাকে যানজট মুক্ত রাখতে ২৪ ও ২৫ ডিসেম্বর এবং ৩০ ও ৩১ ডিসেম্বরের মতো উৎসবের দিনগুলিতে দিঘার প্রবেশদ্বার থেকে কোনওভাবে টোটো প্রবেশ করতে পারবে না। পর্যটকদের এবং রুটের সমস্ত বাস, প্রাইভেট গাড়ি বাইপাস হয়ে যাতায়াত করবে। উৎসবে আসা গাড়ির কথা মাথায় রেখে দিঘায় মোট সাতটি পার্কিং পয়েন্ট করা হচ্ছে। সেখানেই পর্যটকেরা তাঁদের গাড়ি রাখবেন। সেই সঙ্গে ওই দিনগুলিতে যাতে কোনওরকম অশান্তি সৃষ্টি না হয়, সে দিকে আমাদের বিশেষ নজর থাকবে।’ এতদিন দিঘার ঝাউবন ও সমুদ্রের ঢেউয়ের মাঝে আনন্দ উপভোগ করতেন পর্যটকেরা। এখন যুক্ত হয়েছে জগন্নাথধাম। ফলে পিকনিকের পাশাপাশি জগন্নাথ দর্শনের জন্য মানুষের ঢল নামবে সৈকত শহর দিঘায়।
বড়দিনে দিঘায় ভিড়
কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা বড়দিন ও ইংরাজি নতুন বছরের সময় দিঘায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছেন। তবে এবার দিঘায় গেলে তাঁদের পুলিশের বিধিনিষেধ মানতে হবে। নিরাপত্তার কারণে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই নতুন ব্যবস্থা নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


