International Travel Destination: ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সাহায্য করায় সোশ্যাল মিডিয়ায় তুরস্ক (Turkey) ও আজারবাইজানকে (Azerbaijan) বয়কট করার ডাক দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ছুটি কাটাতে যাওয়ার জন্য বিকল্প দেশের সন্ধান করছেন ভারতীয়রা।
International Travel: ভারত-পাকিস্তানের (India-Pakistan Tension) সামরিক ও কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে আন্তর্জাতিক পর্যটন ক্ষেত্রেও। বিশেষ করে তুরস্ক (Turkey) ও আজারবাইজান (Azerbaijan) এই দুই দেশই প্রকাশ্যে পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়েছে। এই পরিস্থিতিতে অনেক ভারতীয় পর্যটকই ওই দুই দেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এই দুই দেশে এই মুহূর্তে বেড়াতে যাওয়া আদৌ নিরাপদ কি না, তা নিয়েও চিন্তিত পর্যটকরা। বুধবার দেশের প্রথমসারির একাধিক ভ্রমণ সংস্থা জানায়, বড় সংখ্যায় পর্যটকরা তুরস্ক ও আজারবাইজানের বুকিং বাতিল করছেন। মন খারাপ বহু ভ্রমণ পিপাসুদের। আপনিও ঐতিহ্য, সংস্কৃতি ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চাইলে তুরস্ক ও আজারবাইজান ছাড়াও খোঁজ পেতে পারেন আরও অনেক বিকল্প গন্তব্যের।
১. জর্জিয়া:
যাঁরা তুরস্ক বা আজারবাইজানের মতো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গা খুঁজছেন, তাদের জন্য আদর্শ গন্তব্য হতে পারে জর্জিয়া (Georgia)। রাজধানী টিবলিসি (Tbilisi) শহরে প্রাচ্য ও পাশ্চাত্য সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন রয়েছে। পাহাড় ঘেরা শহরটি তার পুরনো দুর্গ, গির্জা ও উষ্ণ প্রস্রবণের জন্য পরিচিত। এছাড়াও জর্জিয়ায় স্থানীয় খাবার যেমন খাচাপুরি বা খিঙ্কালি পর্যটকদের পছন্দের তালিকায় থাকে। এছাড়া বাটুমি শহরের উপকূলবর্তী সৌন্দর্য এবং ককেশাস পর্বতমালা ট্রেকারদের জন্য আকর্ষণীয় গন্তব্য।
২. আর্মেনিয়া:
তুরস্ক ও আজারবাইজানের মাঝামাঝি অবস্থিত এই ছোট্ট দেশটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। আপনিও যেতে পারেন আর্মেনিয়ায় (Armenia)। রাজধানী ইয়েরেভান শহরের আধুনিকতা ও ঐতিহ্যের আপনার মন কাড়বে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যর তালিকায় পাবেন এখানকার সেভান হ্রদ এবং গেগহার্ড মনাস্ট্রি। পাহাড়-সমুদ্র-অতিহাসিক বৈশিষ্ট্য আপনার ভ্রমণ আরও সুন্দর করে তুলবে।
৩. উজবেকিস্তান:
মধ্য এশিয়ার অন্যতম ঐতিহাসিক দেশ উজবেকিস্তান (Uzbekistan)। রেশম পথের গুরুত্বপূর্ণ ইতিহাসের জন্য পরিচিত। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের অনেক ঐতিহাসিক নিশানা পাবেন সমরখন্দ, বুখারা ও খিভা শহরগুলির প্রতিটি কোণায়। এর রাজধানী তাসখন্দ বা ফারজানা উপত্যকা আরও আরও চোখ জুড়ানো দৃশ্যয় তৃপ্তি মিলবে। উজবেকি খাবার যেমন প্লোভ বা সামসা খেলে এই দেশের প্রেমে পড়তে বাধ্য হবেনই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


