- Home
- Lifestyle
- Travel
- Top Waterfalls Destination: প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটাতে চান? রইল ঝর্ণা ঘেরা সেরা মনোরম পরিবেশের ঠিকানা
Top Waterfalls Destination: প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটাতে চান? রইল ঝর্ণা ঘেরা সেরা মনোরম পরিবেশের ঠিকানা
Rajasthan Travel News: প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গ এই রাজ্য। প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন এই রাজ্য থেকে। কীভাবে যাবেন রইল টিপস…

রাজস্থানে প্রকৃতির অপার সৌন্দর্য
রাজস্থান মানেই মরুভূমি, গরম আর বালি। কিন্তু রাজস্থানের প্রকৃতির সৌন্দর্যও অপার। আরাবল্লী পর্বতমালার কোলে লুকিয়ে থাকা ঝর্ণাগুলো রাজ্যের সৌন্দর্য বাড়িয়ে তোলে। গরমের ছুটিতে হোক কিংবা অন্য কোনও সময়, চাইলেই ঘুরে আসতে পারেন এই রাজ্য থেকে।
ভয়ঙ্কর গরমেও স্বস্তির পরশ
রাজস্থানের অপূর্ব ঝর্ণাগুলো প্রচণ্ড গরমেও আপনাকে শীতলতা আর প্রশান্তি দেবে। আমরা আলোচনা করছি রাজস্থানের ৫ টি ঝর্ণার কথা, যা গরমেও স্বর্গের অনুভূতি দেয়।
গোরম ঘাট ঝর্ণা (রাজসমন্দ)
গোরম ঘাটকে রাজস্থানের "হিল স্টেশন" বলা হয়। আরাবল্লীর কোলে বর্ষায় এই ঝর্ণা আরও সুন্দর হয়ে ওঠে। ট্রেন ভ্রমণ আর পাহাড়ের মাঝে ঝর্ণার জল মনকে প্রশান্তি দেয়।
মেনাল ঝর্ণা, চিত্তৌড়গড়
মেনাল ঝর্ণা তার উচ্চতা এবং প্রবল জলধারার জন্য পরিচিত। কাছেই প্রাচীন মন্দিরও আছে, যা এই স্থানকে ধর্মীয় ও প্রাকৃতিক সৌন্দর্যের মিলনস্থল করে তোলে। ফলে পর্যটকদের কাছে বেশ পছন্দের এই জায়গাটি।
ভীম ঝর্ণা, কোটা
কোটার কাছে ভীম ঝর্ণা একটি চমৎকার পিকনিক স্পট। সবুজ পরিবেশ আর ঝর্ণার জল পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য আদর্শ একটি জায়গা। চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন আপনি।
পুর ঝর্ণা, ভিলওয়ারা
ভিলওয়ারা জেলার এই ঝর্ণা খুব একটা পরিচিত নয়, তবে স্থানীয়রা একে "গোপন স্বর্গ" বলে। বর্ষায় এই ঝর্ণা তার সম্পূর্ণ সৌন্দর্যে ধরা দেয়। যা পর্যটকদের দারুণ আকর্ষণ করে। ছুটির দিনে চাইলেই ঘুরে আসতে পারেন এখান থেকে।

