Tour and travel: বেড়ানোর জায়গা ঠিক করেছেন আপনি, কিন্তু কোথায়, কখন, কী ভাবে ঘুরবেন কৃত্রিম বুদ্ধিমত্তার বুদ্ধিতেই সে সব ঠিক করছেন। তা হলে কিন্তু সাবধান। নিজের বুদ্ধি প্রয়োগ না করলেই সমস্যা হতে পারে।

Travel Plan: একটা সময় ছিল, যখন AI মানেই ছিল প্রশ্নের উত্তর দেওয়া, কিংবা সাধারণ চ্যাটবটের মতো আচরণ। কিন্তু এখন AI আমাদের Share Market বিশ্লেষণ করে দিচ্ছে, আবার একইসাথে ভ্রমণের জন্য পার্সোনাল গাইডবুকও বানিয়ে দিচ্ছে। ভ্রমণের পরিকল্পনায় যুক্ত হয়েছে এবার এআই। বাজেট, সময়, পছন্দ আর ভ্রমণের ধরন সব তথ্য মিলিয়ে এখন এআই সাজিয়ে দিচ্ছে সেরা ডেস্টিনেশন। চ্যাটজিপিটি, গুগল জেমিনি, মাইক্রোসফট কো-পাইলটের পাশাপাশি ওয়ান্ডারপ্ল্যান ও লায়লার মতো টুল ব্যবহার করে খুব সহজেই জানা যাচ্ছে, কম বাজেটে কোথায় ঘুরতে পারবেন। কোনো দেশে গেলে ভিসা ঝামেলা কম। সম্ভাব্য কোথায় কোথায় ঘোরা যাবে। আন্তর্জাতিক সমীক্ষায় দেখা গেছে, বিশ্বের প্রায় ৩০ শতাংশ ভ্রমণকারী এখন এআই ব্যবহার করছেন তাদের সফর পরিকল্পনায়, বিশেষ করে বিকল্প ও কম খরচের গন্তব্য বাছাই করতে।

বেড়াতে যেতেও সাহায্য করছে AI!

যে কোনও বেড়ানোর জায়গা নিয়ে তথ্য চাইলে কৃত্রিমবুদ্ধিমত্তা প্রথমেই জনপ্রিয় স্থানগুলি বলে দেয়। মরসুম অনুযায়ী বিভিন্ন দর্শনীয় স্থানের খোলা-বন্ধের সময় বদলায়, কোনওটি আবার সংস্কার কাজের জন্য বন্ধও থাকতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার তথ্য ভাণ্ডারে সাম্প্রতিক তথ্য না থাকলে, পর্যটক কিন্তু বিভ্রান্ত হতে পারেন। তা ছাড়া, যে ভাবে আর পাঁচ জন ঘোরেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সেই ভাবেই ভ্রমণসূচি সাজায়। তাতে নিজের মতো ঘোরার সুযোগ কমে যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা ভ্রমণসূচি সাজিয়ে দেওয়ার পরে স্থানগুলির নাম ধরে সার্চ ইঞ্জিনে খুঁজুন। সেগুলি সম্পর্কে জেনে নিন। রাস্তার দূরত্ব কত, কতটা সময় লাগবে, কতটা ধকল নিজেরা নিতে পারবেন, সেই মতো ভ্রমণ পরিকল্পনা খানিক বদলে নিতে পারেন। 

নিজের বুদ্ধি প্রয়োগ করুন

বেড়ানো মানে শুধু নির্দিষ্ট স্থান ঘোরা নয়, ভ্রমণের সঙ্গে জুড়ে যায় নির্দিষ্ট অঞ্চলের মানুষজন, সংস্কৃতি। কৃত্রিম বুদ্ধিমত্তা বেড়ানোর জায়গা নির্বাচন করতে গিয়ে অনেকে সময় স্থানীয় সংস্কৃতিকে উপেক্ষা করে ফেলে। তা ছাড়া, তথ্য দিলেও কোন মন্দিরের কী নিয়ম, পোশাক বিধি রয়েছে কি না, সেগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা উল্লেখ করে না। ফলে সেখানে গিয়ে সমস্যায় হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।