পুজোয় যদি ছোট শিশুদের নিয়ে বাইরে দূরে কোথাও ভ্রমণ করতে যান তাহলে সে ক্ষেত্রে ফার্স্ট এইড বক্স অবশ্যই রাখবেন এবং শিশুদের প্রয়োজনীয় জিনিসপত্র যেরকম ওষুধ থেকে শুরু করে জামাকাপড় ও ডাইপার সবই সাথে নিয়ে বেরোতে হবে।

Kids Puja Tips: শিশুদের ভ্রমণে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ভ্রমণ করতে গেলে কিছু অতিরিক্ত প্রস্তুতির প্রয়োজন হয়। ভ্রমণ শুধু আপনার জন্যই নয়, বরং আপনার শিশুর জন্যও আরামদায়ক এবং মজার করতে হবে। শিশুকে নিয়ে ঘুরতে যাওয়া মানেই বাবা-মায়ের মাথায় হাজারো চিন্তা থাকে। কখন সে পড়ে যায়, হাত-পা ছড়ে যায় কিংবা বমি-পেট খারাপ শুরু হয়, তা বলা যায় না। তাই হাতের কাছে প্রাথমিক চিকিৎসার জিনিসপত্র রাখতেই হবে।

বাইরে গেলে সেখানকার আবহাওয়ায় শিশুর শরীর খারাপ হতেই পারে। শিশুর যদি অ্যালার্জির ধাত থাকে, তা হলে আরও বেশি সতর্ক হতে হবে। তাই ফার্স্ট এড বাক্সে কী কী গুছিয়ে রাখবেন, তা জেনে রাখা জরুরি।

* জরুরি ওষুধপত্র সঙ্গে রাখা দরকার। যেমন - জ্বর, পেটখারাপ, বমির মতো সাধারণ ওষুধ অবশ্যই রাখুন। সঙ্গে থাক আর্নিকা। হঠাৎ করে পড়ে ব্যথা পেলে, কালশিটে পড়লে, এটি ভাল কাজ দেয়। অ্যান্টিবায়োটিক লোশনও সঙ্গে নিতে পারেন। শিশুর জন্য চিকিৎসক যদি বিশেষ কোনও ওষুধ দিয়ে থাকেন, তা সবচেয়ে আগে বাক্সে ভরে নিন। ওআরএস সলিউশন পাউডার, হজমের ওষুধও রাখতে পারেন।

* ডায়াপার এবং ওয়াইপস

আপনি যদি ছোট বাচ্চা নিয়ে ভ্রমণ করেন, তাহলে অবশ্যই প্রচুর ডায়াপার সাথে রাখতে হবে। দূরপাল্লার ভ্রমণে ডায়াপার দ্রুত শেষ হয়ে যেতে পারে, তাই একটু বেশি নিয়ে যাওয়াই ভালো। এছাড়া বেবি ওয়াইপস বহন করাও খুবই জরুরি। এটি শুধু ডায়াপার পরিবর্তন করার সময়ই নয়, বরং শিশুদের হাত-মুখ মুছে দেওয়ার জন্যও কাজে লাগবে। এখানে একটি পরামর্শ হলো, ভ্রমণের সময় কাপড়ের ডায়াপারের চেয়ে ডিসপোজেবল ডায়াপার ব্যবহার করা বেশি সুবিধাজনক, কারণ সেগুলো ব্যবহারের পর সহজেই ফেলে দেওয়া যায়।

* বেবি ক্যারিয়ার বা স্ট্রোলার

ভ্রমণের ধরন অনুযায়ী বেবি ক্যারিয়ার বা স্ট্রোলার বেছে নিতে পারেন। যদি বেশি হাঁটতে হয়, তাহলে স্ট্রোলার বেশ কাজে আসবে। তবে যদি এমন কোনো জায়গায় যান যেখানে স্ট্রোলার চালানো কঠিন, সেখানে বেবি ক্যারিয়ার বেশি উপযুক্ত। এতে শিশুকে কাঁধে বা সামনে ধরে হাঁটতে পারবেন এবং আপনার দুই হাতও মুক্ত থাকবে। একটি লাইটওয়েট স্ট্রোলার বা ক্যারিয়ার বহন করা সবসময় সুবিধাজনক, কারণ এগুলো সহজেই ভাঁজ করে নিয়ে যাওয়া যায়।

* পড়ে গেলে ব্যান্ডেড খুব দরকারি।ছোট, বড়, গোল, নানা আকারের ব্যান্ডেড সঙ্গে রাখুন। অনেক সময়ে অ্যান্টি-সেপটিক প্যাড রাখলেও কাজে দেয়। একটা তুলোর প্যাকেট, স্টেরাইল গজ, ব্যান্ডেজ এবং মেডিক্যাল টেপও বাক্সে রাখতে পারেন।

* অ্যালার্জির ওষুধ, ইনহেলার সঙ্গে রাখাটা খুবই জরুরী। শিশুর যদি ঠান্ডা লেগে সর্দি-কাশি বা অ্যালার্জির ধাত থাকে, তা হলে সে অনুযায়ী ওষুধ রাখতে হবে বাক্সে। শ্বাসের সমস্যা বা হাঁপানির ধাত থাকলে ইনহেলার অবশ্যই রাখবেন।

আরও কিছু টুকিটাকি কী কী লাগতে পারে জেনে নিন:

কাঁচি, থার্মোমিটার, পেপার নাইফ, স্টেরাইল গ্লাভস সঙ্গে রাখতে পারেন। আইস প্যাক অবশ্যই রাখতে হবে বাক্সে। বার্ন রিলিফ স্প্রে-ও নিয়ে নেবে নেবেন একটা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।