Travel Story: সমুদ্রের ধারে বেড়াতে গেলে বালি ও নোনা জলের থাবা থেকে মোবাইল ফোন-সহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র রক্ষা করা নিয়ে সবারই চিন্তা থাকে। এবার আর চিন্তা নেই। সৈকতে গিয়ে মূল্যবান সামগ্রী রক্ষা করার উপায় জেনে নিন।
Sea Beach: সমুদ্রতট মানেই নোনা জল আর বালি। মোবাইল ফোন, শার্ট-ট্রাউজার্সের পকেট, হাতে থাকা খাবারের প্লেট বা ঠোঙায় বালির অনধিকার প্রবেশ। সমুদ্রতটে ছুটি কাটাতে গিয়ে এই অভিজ্ঞতা সবারই হয়। প্রবল বাতাসে উড়ে আসে জল ও বালি। সমুদ্রে স্নান করলে তো বটেই, সমুদ্রের পাড়ে বসে থাকলে, হেঁটে বেড়ালেও বালির ছোঁয়াচ এড়ানো কঠিন। জামাকাপড়, ব্যাগ, খাবার, সবেতেই থেকে যায় সমুদ্রতটের চিহ্নস্বরূপ বালি। এমনকী, বাদ যায় না মোবাইল ফোনও। বার বার ঝেড়ে নিলেও লাভ হয় না। বালি থেকেই যায়। তবে কিছু কৌশল মেনে চললে বালির এই অনধিকার প্রবেশ থেকে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব।
কীভাবে বালির সংস্পর্শ এড়াবেন?
যদি বসার জন্য ঠিক জায়গা বেছে নেন বা ভিড় থেকে একটু দূরে বসেন তাহলে বালি এড়ানো যেতে পারে। খেয়াল রাখুন, বাতাস সমুদ্রের দিক থেকে বইছে কি না। যদি স্থলভাগের দিক থেকে বাতাস আসে, তবে বালি সহজেই আপনার দিকে উড়ে আসবে। আর সাগরের একেবারে ধার ঘেঁষে বসা এড়িয়ে চলাই ভাল। বালি রোধ করে, এমন মাদুর ব্যবহার করুন। তোয়ালে বা তুলোর কাপড়ে বালি আটকে যায়। তার বদলে পাতলা কাপড় বা বিশেষ ভাবে তৈরি বালিরোধী মাদুর ব্যবহার করলে বালি সহজেই ঝরে যায়। মাদুরের কোণ চাপা দিয়ে রাখুন। বালিরোধী মাদুরের চারটি কোনায় ভারী কিছু দিয়ে চেপে রাখলে বাতাসে উড়ে এসে বালি ঢুকতে পারবে না। যেমন, বরফ রাখা বাক্স, ফলের ঝুড়ি বা ভর্তি বোতল।
কীভাবে সুরক্ষিত রাখবেন মোবাইল ফোন?
নিজের মূল্যবান জিনিসপত্র সুরক্ষিত রাখা জরুরি। মোবাইল ফোন, ক্যামেরা, চশমা বা চাবি আলাদা জলরোধী থলেতে রাখুন। সেই থলেগুলি মাদুরের নীচেও চাপা দিয়ে রাখতে পারেন। এতে বালি ঢুকবে না, আবার চুরি হওয়ার সম্ভাবনাও কমবে। অন্যদিকে, আপনি সিল করা ব্যাগ ব্যবহার করতে পারেন। খাবার, নোটবই, বা ছোটখাটো জিনিসপত্র সিল করা ব্যাগে রাখলে বালি ঢোকার সম্ভাবনা থাকে না এবং পরে ব্যবহার করা সহজ হতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


