Picnic Spot: ছুটির মরসুমে দূরে নয়, শহরের গা ঘেঁষা এই জায়গায় এলে অনুভূতি মিলবে স্বর্গের। শীতের মরসুমে ঘোরাফেরা তো পছন্দ করেন অনেকেই। তবে তার সঙ্গে যদি বনভোজন বা পিকনিকের আসর হয়, তা কে চাইবেন না! নতুন পিকনিক স্পটের খোঁজ রইল।
Malda District News: শীত পড়েছে, এবার শীতের মরশুমে ঘুরে বেড়ানোর পালা। এই শীতকালটা জুড়ে সকলেই কাছে পিঠে ঘুরতে যেতে পছন্দ করেন এবং একদিনের জন্য হলেও পিকনিক করতে সকলেই পছন্দ করেন। কলকাতার আশেপাশে এরকম কয়েকটি জায়গা যদি হদিশ পাওয়া যায় যেখানে খুব অল্প সময়ে গিয়ে ফিরে আসা যায় এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় তাহলে কেমন হয়? তাই এই শীতের মরসুমে ঘোরাফেরা তো পছন্দ করেন অনেকেই। তবে তার সঙ্গে যদি বনভোজন বা পিকনিকের আসর হয়, তা কে চাইবেন না? নতুন পিকনিক স্পটের সন্ধান দেওয়া হল।
জেলায় পিকনিক স্পট
উইকএন্ড আর দূরে নয়, মালদহ শহর লাগোয়া আমজামতলা এলাকায় এই পার্কে এলে ছুটি কাটবে আনন্দে। প্রায় ৫০ বিঘা জমির উপর তৈরি সবুজে ভরা বিশাল পার্কে রয়েছে একাধিক রকম পরিষেবা। ঝিলের মধ্যে বোটিং, জিপ লাইন, জিম, বাচ্চাদের জন্য খেলার সরঞ্জাম, খাবার জন্য রেস্তোরাঁ। পাশাপাশি রয়েছে একাধিক রকম দেশ-বিদেশের পশু, পাখি থেকে শতাধিক রকম বিভিন্ন প্রজাতির ফুলের বাগান ও সেলফি জোন। পার্কে প্রবেশের জন্য ৩০ টাকা করে এন্ট্রি ফি রয়েছে প্রতি ব্যক্তির ক্ষেত্রে। পার্কে ঘুরতে আসা এক পর্যটক রিয়া জানান, 'খুব সুন্দর মনোরম পরিবেশ এই জায়গা। শীতের মরসুমে সঙ্গীকে নিয়ে একান্ত সময় কাটানোর জন্য অন্যতম মনোরম পরিবেশগত জায়গা।'
পিকনিকের জন্য তৈরি পার্ক
এই পার্কের কর্ণধার দেবব্রত সরকার জানান, ‘আগামী ১৪ ডিসেম্বর থেকে পিকনিকের জন্য বুকিং নেওয়া হবে। ১৫ থেকে ২০টি দল একসঙ্গে এসে পিকনিক করতে পারবেন এখানে। প্রতি বছরই শীতের মরশুমে ব্যাপক ভিড় জমে। প্রতিদিন বেলাশেষে বিকেলের পর থেকেই ঢল নামে মানুষের।’ পিকনিকের জন্য জেলার বাইরে বা বনজঙ্গল খোঁজার আর প্রয়োজন নেই। সবুজে ভরা এই পার্কে আসলে সমস্ত রকম অনুভূতি মিলবে পর্যটকদের। মালদহের যদুপুর ১ অঞ্চলের আমজামতলা এলাকার এই পার্ক এখন ভ্রমন পিপাসুদের স্বর্গ স্থান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


