সংক্ষিপ্ত
চুলের যত্নে অনেকেই ভরসা করেন ঘরোয়া টোটকার ওপর। এবার ব্যবহার করতে পারেন অ্যাভোকাডো অয়েল। রইল এর গুণের কথা। দেখে নিন এক ঝলকে।
চুলের যত্নে অনেকেই ভরসা করেন ঘরোয়া টোটকার ওপর। এবার ব্যবহার করতে পারেন অ্যাভোকাডো অয়েল। রইল এর গুণের কথা। দেখে নিন এক ঝলকে।
একটি পাত্রে ৩ থেকে ৫ টেবিল চামচ অ্যাভোকাডো অয়েল নিন। এবার তাতে মেশান সম পরিমাণ এক্সট্রা ভার্জিন অয়েল। ভালো করে মিশিয়ে তা স্ক্যাল্পে ম্যাসাজ করুন। এবার গরম জলে একটি তোয়ালে ডুবিয়ে তা চিপে জল বের করে নিন। এই তোয়ালে দিয়ে চুল জড়িয়ে নিন। এভাবে কিছুক্ষণ চুল রাখুন। তারপর শ্যাম্পু করে নিন। মিলবে উপকার।
অ্যাভোকাডো অয়েল দিয়ে বানাতে পারেন হেয়ার মাস্ক। একটি পাত্রে ডিমের হলুদ অংশ নিন। তাতে মেশান পরিমাণ মতো অ্যাভোকাডো অয়েল। মেশান পরিমাণ মতো মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। মিলবে উপকার।
আমন্ড অয়েলের সঙ্গে মিশিয়ে মাখতে পারেন অ্যাভোকাডো অয়েল। একটি পাত্রে সম পরিমণা আমন্ড অয়েল ও অ্যাভোকাডো অয়েল মেশান। তা স্ক্যাল্পে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন। মিলবে উপকার।
অ্যাভোকাডো অয়েল ব্যবহারে রয়েছে একাধিক উপকারিতা। এই তেলে আছে মনোস্যাচুরেটেড ফ্যাটস ওলিক অ্যাসিড ও ওমেগা ৩-র মতো অ্যান্টি অক্সিডেন্ট। যা চুলকে ময়েশ্চরাইজ করে।
চুলের গোড়া মজবুত করতে বেশ উপকারী অ্যাভোকাডো অয়েল। এতে থাকা একাধিক উপাদান চুলের গোড়া মজবুত করে।
তেমনই ইউভি-রে থেকে চুলের যে ক্ষতি হয়, তা পূরণ করে অ্যাভোকাডো অয়েল। সপ্তাহে অন্তত ১ দিন অ্যাভোকাডো অয়েল দিয়ে ম্যাসাজ করুন। এটি চুল ভালো রাখবে। চুলের জন্য বেশ উপকারী অ্যাভোকাডো অয়েল।
তেমনই অ্যাভোকাডো দিয়ে বানাতে পারেন হেয়ার মাস্ক। কলা ও অ্যাভোকাডো দিয়ে প্যাক বানাতে পারেন। এই দুই ফলে আছে উপকারী উপাদান। প্রথমে একটি অ্যাভোকাডো কেটে ভেতরের সবুজ অংশ বের করে নিন। তেমনই কলা চটকে নিন। কলা ও অ্যাভোকাডো ভালো করে মিশিয়ে প্যাক বানান। এবার তা চুলের স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। আবার অ্যাভোকাডো ও নারকেল দুধ দিয়ে Protein Hair Mask বানাতে পারেন। প্রথমে একটি অ্যাভোকাডো কেটে ভেতরের সবুজ অংশ বের করে নিন। তাতে মেশান নারকেল দুধ। ভালো করে মিশিয়ে প্যাক বানান। ভালো করে মিশিয়ে নিন। এবার তা চুলের স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। মিলবে উপকার।
আরও পড়ুন- নাকের ওপরে ব্ল্যাকহেডসে নষ্ট হয় মুখের সৌন্দর্য, বাড়িতে বসে এই উপায়েই হবে সমস্যার সমাধান
আরও পড়ুন- শুধু ত্বক নয়-চুলের জেল্লা ফেরাবে ভ্যাসলিন, জেনে নিন কীভাবে বানাবেন হেয়ার প্যাক
আরও পড়ুন- প্রায়শই দেখা দিচ্ছে সর্দি-কাশির মতো সমস্যা, সমস্যা সমাধানে রইল পাঁচ বিশেষ টোটকা