সংক্ষিপ্ত
চুল নিয়ে সারা বছর লেগে থাকে নানান সমস্যা। কখনও খুশকি, কখনও ডগা ফাটা তো কখনও চুল পড়ার সমস্যা লেগে থাকে। এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে নানান প্রোডাক্ট, নানান ঘরোয় টোটকা মেনে চলি সকলে। আবার চুলের যত্নে অনেকে তেল ব্যবহার করে থাকেন। আজ রইল আখরোট তেলের কথা। চুলের যত্ন নিতে ব্যবহার করুন আখরোট তেল।
চুল নিয়ে সারা বছর লেগে থাকে নানান সমস্যা। কখনও খুশকি, কখনও ডগা ফাটা তো কখনও চুল পড়ার সমস্যা লেগে থাকে। এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে নানান প্রোডাক্ট, নানান ঘরোয় টোটকা মেনে চলি সকলে। আবার চুলের যত্নে অনেকে তেল ব্যবহার করে থাকেন। আজ রইল আখরোট তেলের কথা। চুলের যত্ন নিতে ব্যবহার করুন আখরোট তেল।
আখরোট তেল চুলের বৃদ্ধি করতে চুল পড়া নিয়ন্ত্রণ করতে বেশ উপকারী। এতে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। যা চুলে পুষ্টি জোগায়। তেমনই আছে এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান। যা চুলের যত্নে বেশ উপকারী। স্ক্যাল্পে কোনও রকম ইনফেকশন হলে তার থেকে মুক্তি পেতে পারেন এর সাহায্যে।
এখন প্রশ্ন হল কীভাবে বানাবেন আখরোট তেল- প্রথমে একটি পাত্রে জল নিয়ে গ্যাসে মাঝারি আঁচে বসান। এবার তাতে আখরোট দিন। ১০ মিনিট ফুটতে দিন। হয়ে গেলে আখরোটগুলো বের করে নিন। ঠান্ডা হতে দিন। এবার আখরোট গুঁড়ো করে নিন। ভেষজ তেল নিন একটি পাত্রে। তাতে মেশান আখরোট গুঁড়ো। এবার সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করতে পারেন এই তেল। এই তেল চুলের জন্য বেশ উপকারী।
খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন আখরোট তেল। এতে থাকাস অ্যান্টি ফাঙ্গাল উপাদান চুলের খুশকির সমস্যা থেকে মুক্তি দিতে পারেন। এমনকী স্ক্যাল্পে জমে থাকা নোংরা দূর করতেও এটি বেশ উপকারী।
চুল পড়া বন্ধ করতে সপ্তাহে ২ দিন আখরোট তেল দিয়ে মাসাজ করুন। এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড চুল পড়ার সমস্যা দূর করবে। বর্ষায় এই সমস্যা বেড়ে চলে। চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে আখরোট তেল ব্যবহার করুন।
চুলের বৃদ্ধি করতে চাইলে ব্যবহার করুন আখরোট তেল। এতে রয়েছে পটাশিয়াম। এটি চুল পড়ার সমস্যা থেকে মুক্তি যেমন দেবে তেমনই চুলের বৃদ্ধি ঘটায়। এবার থেকে প্রতি সপ্তাহে ব্যবহার করুন এই তেল। চুলের যত্নে তেল ব্যবহার করে থাকেন প্রায় সকলেই। সপ্তাহে অন্তত ১ দিন তেল মাখলে চুলের পুষ্টি জোগায়। আবার চুলের যত্ন ব্যবহার করুন আখরোট তেল। একাধিক পুষ্টিগুণে পূর্ণ এই তেল চুলের জন্য বেশ উপকারী।
আরও পড়ুন- বর্ষায় এইভাবে দূর করতে পারবেন কাপড়ের দুর্গন্ধ, জেনে নিন এই কৌশলগুলো
আরও পড়ুন- শিশুকে রোগ থেকে দূরে রাখতে চান, তবে ভিটামিন ডি সমৃদ্ধ এই খাবারগুলো খাওয়ান
আরও পড়ুন- স্বাদ আনতে সব রান্নায় টমেটো দেচ্ছেন? কিডনি স্টোন থেকে ডায়রিয়া হতে পারে একাধিক রোগ