Asianet News Bangla

লং গাউন পড়ে ভল্ট থেকে শুরু করে ওয়েট লিফটিং, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

  • একের পর এক ভাইরাল হওয়া টিকটক ভিডিও এগুলি
  • টিকটক ভিডিও পরপর জুড়ে এই মজার ভিডিও বানানো হয়েছে
  • ফেসবুকে এক পারসোনাল অ্যাকাউন্ট থেকে শেয়ার হয়েছে এই ভিডিওটি
  • এই ভিডিওটি দেখে নির্ভেজাল আনন্দে মেতেছে নেটদুনিয়া

 

 

Watch Viral Tiktok video of girls shows their Super talent
Author
Kolkata, First Published Mar 16, 2020, 4:47 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

ভাইরাল বলে ভাইরাল , একের পর এক ভাইরাল হওয়া টিকটক ভিডিও পরপর জুড়ে এই মজার ভিডিও বানানো হয়েছে ৷ ফেসবুকে এক পারসোনাল অ্যাকাউন্ট থেকে শেয়ার হয়েছে এই ভিডিওটি ৷ তবে এই ভিডিও কোনও নাচ বা গানের ভিডিও নয়। তবে এই ভিডিওটি দেখে নির্ভেজাল আনন্দে মেতেছে নেটদুনিয়া।

আরও পড়ুন- মাত্র ৫০ পয়সাতেই তৈরি করে নিতে পারবেন ঘরোয়া মাস্ক, দেখুন ভিডিও

এই ভিডিওতে দেখা যাচ্ছে অনেক মহিলার স্ট্যান্টের কারসাজি। তবে এই ভিডিও দেখার বিষয়ে কোন দেশের গন্ডি বা ভাষার ভিন্নতা অন্তরায় হতে পারছে না। লং গাউন পড়ে দক্ষতার সঙ্গে ভল্ট দেওয়াই হোক স্কিনটাইট ড্রেস পড়ে গাড়ি ঠেলাই হোক। নারী স্বভাবের এক ভিন্ন দিক তুলে ধরা হয়েছে। দেখে নিন নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি।

ভিডিওগুলি পরপর দেখলে আপনি বুঝতে পারবেন, মহিলারা কী ভাবে তাদের ফিটনেস, ট্য়ালেন্ট ও স্ট্যান্সের ভিডিতে মাতিয়ে রেখেছে নেট দুনিয়া। অনেক সময় দেখলে মনে হবে কত সহজেই তারা এই কাজগুলো করছেন। তবে এই সাধারণ কাজগুলি করতে গিয়েই কত দুর্ঘটনা ঘটে গিয়েছে। এই ভিডিওগুলোই হল টিকটকের ট্রেন্ডিং লিস্টে থাকা ওপরের দিকের ভিডিও। যা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।

Follow Us:
Download App:
  • android
  • ios