সংক্ষিপ্ত

এই দিন সেনাদের সম্মাননা প্রদান করা হয়। সেনা দিবসে (Army Day) ভারতীয় সেনাদের তাদের সাহসীকতার জন্য পুরষ্কার প্রদান করা হয়। বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় ভারতীয় সেনা দিবস। আজ প্রিয়জনকে জানান শুভেচ্ছা। জেনে নিন কেমন শুভেচ্ছা বার্তা (Wish) পাঠাতে পারেন সেনা দিবসে। 

আজ দেশজুড়ে পালিত হচ্ছে ৭৮ তম সেনা দিবস (Army Day)। প্রতি বছর ১৫ জানুয়ারি দিনটি সেনা দিবস হিসেবে পালিত হয়। দেশের বীর সেনাদের সম্মান জানানো হয় এই দিনে। যারা দেশের জন্য আত্মবিসর্জন দিয়েছেন, তাদের সম্মাননা জানানো হয়। নৌ, বায়ু এবং পদাতিক সেনাদের সম্মান জানানোর উদ্দেশ্যে পালিত হয় ভারতীয় সেনা দিবস। এই বিশেষ দিনটি শেশের তিন বাহিনীর প্রধান একত্রিত হয়ে ন্যাশানাল ওয়ার মেমোরিয়ালের শহিদদের প্রতি শ্রদ্ধা (Respect) জানান। 

কোন ১৫ জানুয়ারি পালিত হয় সেনা দিবস- 

জানা যায়, ১৮৯৫ সালে ১ এপ্রিল ভারতীয় সেনাবাহিনী প্রতিষ্ঠা হয়। ১৯৪৯ সালে ১৫ জানুয়ারি শেষ ব্রিটিশ কম্যান্ড ইন চিফ জেনারেল ফ্রান্সিস বুচার লেফটেন্যান্ট জেনারেল কেএম কারিয়াপ্পার হাতে ক্ষমতা হস্তান্তর করেন। কারিয়াপ্পান ছিলের দেশের প্রথম সেনাপ্রধান। সেই থেকে ১৫ জানুয়ারি দিনটি সেনা দিবস হিসেবে পালিত হয়। এই দিন দেশের বিভিন্ন প্রান্তে ভারতীয় সেনাদের সম্মান জানানো হয়। প্রতি বছর দিল্লিতে সেনা নিবাসে কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে একটি কুচকাওয়াচ হয়। তাদের সাহস ও অন্যান্য প্রদর্শন সম্পর্কে অনুষ্ঠান হয়। এই দিন সেনাদের সম্মাননা প্রদান করা হয়। সেনা দিবসে (Army Day) ভারতীয় সেনাদের তাদের সাহসীকতার জন্য পুরষ্কার প্রদান করা হয়। বিশিষ্ট সেনা মেডেল, সেনা মেডেল, ইউনিট শংসাপত্র দেওয়া হয়। বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় ভারতীয় সেনা দিবস। 

সেনা দিবসের শুভেচ্ছা বার্তা-
টেক বাঙালির কাছে এখন যে কোনও বিশেষ দিনের শুভেচ্ছা পাঠাতে মোবাইলই ভরসা। আজ প্রিয়জনকে জানান শুভেচ্ছা। জেনে নিন কেমন শুভেচ্ছা বার্তা (Wish) পাঠাতে পারেন সেনা দিবসে। 

  • ভারতীয় সেনাদের বীরত্ব, উৎসর্গ এবং দেশপ্রেমের জন্য সমস্ত সেনা সদস্যদের অভিবাদন জানাই। শুভ ভারতীয় সেনা দিবস। 
  • যোদ্ধার জন্ম হয় না। তারা ভারতীয় সেনাবাহিনীতে তৈরি হয়। শুভ সেনা দিবস। 
  • আমাদের নির্ভীক এবং নিঃস্বার্থ যোদ্ধারা যেভাবে দেশকে রক্ষা করছে, তা আমাদের গর্ব। শুভ ভারতীয় সেনা দিবস। 
  • ভারতীয় সেনা দিবস সর্বদা সকল বীরদের স্মরণ করিয়ে দেয়, যে তাঁদের জন্যই আমরা সুরক্ষিত। শুভ ভারতীয় সেনা দিবস। 
  • আমি একজন ভারতীয় হিসেবে গর্বিত। আসুন ভারতীয় সেনা দিবসে আমাদের সৈন্যদের স্যালুট জানাই। 
  • সমস্ত সেনা সদস্যদের তাদের সাহসিকতা, উৎসর্গ এবং দেশপ্রেমের জন্য স্যালুট জানাই।