সংক্ষিপ্ত
- লুঙ্গি পরে জমিতে কাজ করাই কাল হল
- ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে গেল দেহ
- মর্মান্তিকভাবে মারা গেলেন কৃষক
- পশ্চিম মেদিনীপুরের শালবনির ঘটনা
শাজাহান আলি, মেদিনীপুর: লুঙ্গি পরে মাঠে কাজ করতে গিয়ে ঘটল বিপত্তি। ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে গেল দেহ। জমিতে মর্মান্তিকভাবে মারা গেলেন এক কৃষকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে। এলাকায় শোকের ছায়া।
আরও পড়ুন: নেশার টাকা দিতে রাজি হননি, ছেলের হাতে 'খুন' হয়ে গেলেন মহিলা
মৃতের নাম সুভাষ মাল। বাড়ি, শালবনির নেড়ে বালিবাঁধ এলাকায়। পেশায় সুভাষ ছিলেন কৃষক। রোজ নিজেই জমিতে চাষাবাদের কাজ করতেন তিনি। সোমবার সকালে টাক্টর ভাড়া করে যখন জমি লাঙল দিচ্ছিলেন, তখনই ঘটে দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, টাক্টরে চালকের আসনের পাশেই বসেছিলেন সুভাষ। চলন্ত টাক্টর থেকে নামার সময়ে পরনের লুঙ্গিটি জড়িয়ে যায় টাক্টরের ফলায়। শেষপর্যন্ত ট্রাক্টরটি যখন থামে, ততক্ষণে সবশেষ। কৃষকের দেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।
আরও পড়ুন: জাতীয় সড়কে নাকা চেকিং, ব্রাউন সুগার-সহ পুলিশের জালে দুই পাচারকারী
ঘটনাটি জানাজানি হতেই শোকের ছায়া নামে এলাকায়। খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। টাক্টরের চালক বেপাত্তা। তাকে খুঁজছে পুলিশ।