সংক্ষিপ্ত

  • করোনা আতঙ্কে পুরোদস্তুর লকডাউন কলকাতায়
  • ওড়িশায় বাড়িতে ফেরার পথে দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু
  • আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি ১
  • ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদায়
     

তখনও লকডাউন লাগু হয়নি রাজ্যে। গাড়ির সঙ্গে পণ্য়বাহী লরির সংঘর্ষে প্রাণ গেল চারজনের। গুরুতর আহত ১ জন। সোমবার ভয়াবহ দুর্ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের বেলদায়, ৬০ নম্বর রাজ্য  সড়কে।

আরও পড়ুন; করোনা আক্রান্ত পালাল ট্রেনে করে, খড়্গপুরে যাত্রীদের তল্লাশি চালাল রেল পুলিশ

লকডাউন লাগু হলে সমস্যা পড়তে পারেন। এই আশঙ্কাতেই কলকাতা থেকে গাড়িতে চেপে ওড়িশায় বালেশ্বরের বাড়িতে ফিরছিলেন ৯ জন। দুর্ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের দাঁতনের নেকুর্সনি এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গাড়ি যখন ৬০ নম্বর রাজ্য সড়ক ধরে খড়গপুর থেকে জলেশ্বরের দিকে যাচ্ছিল, তখন  আচমকাই গাড়ি চলে আসে একটি গরু। বিপদ বুঝে আপদকালীন ব্রেক কষেন চালক। আর তাতেই ঘটে বিপত্তি। পিছন থেকে একটি পণ্যবাহী লরি এসে সজোরে ধাক্কা মারে গাড়িটিকে। দুর্ঘটনার পর গাড়িটি রাস্তায় উপরে উল্টে যায়। জানলা থেকে বাইরে ছিটকে পড়েন দু'জন যাত্রী। ঘটনাস্থলেই মারা যান চারজন। অল্পবিস্তর চোট পেয়েছেন গাড়ির বাকী যাত্রীরাও। একজনের অবস্থা আশঙ্কাজনক। 

আরও পড়ুন: করোনার আশঙ্কা প্রবল, জেনেও পালিয়ে বেড়াচ্ছেন যুবক

এদিকে এই ঘটনার দীর্ঘক্ষণ ছিল বেলদার ৬০ নম্বর রাজ্য সরকার। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। শেষপর্যন্ত দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আহতেরা ভর্তি বেলদা গ্রামীণ হাসপাতালে।