সংক্ষিপ্ত

  • শুভেন্দুর গড়ে ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল
  • সাসপেন্ড হওয়া নেতার বিরুদ্ধে চুরির অভিযোগ
  • বহিষ্কৃত নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
  • অভিযোগ পত্রে সই করলেন খোদ বিডিও

সঞ্জীব কুমার দুবে, পূর্ব মেদিনীপুর-একুশের বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততই তীব্রতর হচ্ছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। পূর্ব মেদিনীপুরে শুভেন্দুর গড়ে ফের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। বহিষ্কৃত তৃণমূল নেতার বিরুদ্ধে চুরির অভিযোগ উঠল। আর সেই অভিযোগ পত্রে সই করলেন খোদ বিডিও।

আরও পড়ুন-আমপানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সুন্দরবন, নতুন করে ম্যানগ্রোভ চারা লাগানো শুরু

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকে। চুরির অভিযোগ উঠেছে তৃণমূলের ব্লক সভাপতি দিবাকর জানার বিরুদ্ধে। পঞ্চায়েত সমিতির নথি ও চাবি সহ একাধিক চুরির অভিযোগ উঠেছে। জানাগেছে, শুক্রবার গোষ্ঠী কোন্দলের জেরে নিজেকে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে দাবি করেছিলেন তৃণমূলের বহিষ্কৃত নেতা দিবাকর জানা। শনিবার সেই দিবাকর জানার বিরুদ্ধে চুরির অভিযোগ আনল তমলুক তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এই মর্মে তমলুক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সোভা সাউ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, সেই অভিযোগ পত্রে সই করেছেন শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও।

আরও পড়ুন-হুগলিতে শিল্পীর তুলির টান, গোটা গ্রাম যেন জলছবি

ঘটনাটি প্রকাশ্যে আসতেই তীব্র অস্বস্তিতে পড়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এই পরিস্থিতিতে ফায়দা তোলার চেষ্টা করছে গেরুয়া শিবির। একুশের বিধানসভা ভোটের আগে দিকে দিকে তৃণমূলের গোষ্ঠী কোন্দল তীব্রতর হচ্ছে বলে দাবি রাজনৈতিক মহলের। জনপ্রিয় নেতা শুভেন্দু অধিকারীর গড়ে ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল বিজেপির মাটি শক্ত করছে বলে মন বিশেষজ্ঞদের একাংশের।