সংক্ষিপ্ত

  • বিশালাকৃতি দুটি সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
  • পুকুর সংস্কারের কাজের সময় উদ্ধার সাপ
  • ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল এলাকায়
  • কিছু দি আগে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

শাজাহান আলি, পশ্চিম মেদিনীপুর-১০০ দিনের কাজের প্রকল্পের কাজ চলার সময় দুটি বিশালাকৃতি সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় একশো দিনের কাজে যুক্ত থাকা শ্রমিকদের মধ্যে।খবর পেয়ে ঘটনাস্থলে বন দফতর পৌঁছে সাপ দুটিকে উদ্ধার করে।

আরও পড়ুন-উত্তর দিনাজপুর পুলিশের বড়সড় সাফল্য, নাকা চেকিংয়ের সময় উদ্ধার ৪ কোটি টাকা মূল্যের সোনা

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। জানাগেছে, ওই এলাকায় সাটিতেতুল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একশো দিনের প্রকল্পে পুকুরের পাড় সংস্কারের কাজ চলছিল। শ্রমিকরা যখন কাজ করছিলেন, সেই সময় মাটির তলা থেকে বেরিয়ে আসে বিশালাকৃতির দুটি সাপ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর সুলতাননগর বিটের বন দফতরের কর্মীরা। 

আরও পড়ুন-নির্দিষ্ট গাইডলাইনের ভিত্তিতে চালু হবে লোকাল ট্রেন, তৈরি হবে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর

বনকর্মীরা পৌঁছে প্রথমে বিশালাকৃতির সাপ দুটিকে উদ্ধার করে। সাপ দুটি চিতিবোড়া গোত্রের বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন বনকর্মীরা। সাপ দুটির ওজন ১৪ কেজি হতে পারে বলে অনুমান করছেন বনকর্মীরা। প্রসঙ্গত, কিছু দিন আগে দাসপুর এলাকায় সাপের কামড়ে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। এই অবস্থায় পুকুর সংস্কারের কাজের সময় সাপ উদ্ধার ঘিরে নতুন আতঙ্ক ছড়িয়ে পড়ে একশো দিনের কাজে যুক্ত থাকা শ্রমিকদের মধ্যে। আপাতত উদ্ধার হওয়া ওই সাপ দুটিকে জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যায় বনকর্মীরা।