টেলিভিশনের বিতর্কসভায় অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রীর দলের নেতা  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও অনেকে বিতর্ক চলাকালীন আচমকাই এক সিনিয়র সাংবাদিককে মারধর করতে শুরু করেন তিনি ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে নিন্দার ঝড়

টেলিভিশনের বিতর্কসভায় অংশ নিয়েছিলেন পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ দলের নেতা ডঃ মনসুর আলি সিয়াল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও অনেকে। উপস্থিত ছিলেন করাচি প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সাংবাদিক ইমতিয়াজ খান ফারহানও। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। এইরকম টেলিভিশন শো আজকাল প্রায়শই হয়ে থাকে। কিন্তু শো চলাকালীন যা হল তা জানলে অবাক হবেন আপনিও।

খানিকটা কথোপকথনোর পর পিটিআই নেতা মনসুর সিয়াল এবং সাংবাদিক ইমতিয়াজ খান ফারহান চড়া দুজনেই চড়া গলায় কথা বলতে শুরু করেন। আচমকাই কথা বিতর্কের মাঝে লাইভ শো-এর চেয়ার ছেড়ে উঠে পড়েন পিটিআই নেতা মনসুর আলি সিয়াল। আর তারপরই সাংবাদিক ইমতিয়াজ খান ফারহানকে এক ধাক্কায় নীচে ফেলে দেন তিনি। আর তারপর তাঁর ওপর চড়াও হন। আকস্মিকভাবে ঘটা এই অপ্রীতিকর পরিস্থিতিকে সামাল দিতে এগিয়ে আসেন শো-এ উপস্থিত অন্যান্য অতিথি এবং ক্রু মেম্বাররা। 

গত সোমবার একটি পাকিস্তানি সংবাদমাধ্যমে 'নিউজ লাইন উইথ আফতাব মুঘেরি' নামে ওই টক শো-তে সরাসরি এই ঘটনার সাক্ষী রইলেন অগণিত দর্শক। তারপর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় নিন্দার ঝড়। বলা হচ্ছে, পাক প্রধানমন্ত্রী যে নয়া পাকিস্তানের বার্তা দিয়েছেন এটাই কী তার নমুনা।

Scroll to load tweet…

ঘটনায় নিন্দার ঝড় তুলেছেন সেদেশের সাংবাদিক থেকে সাধারণ মানুষ সকলে। এই ঘটনার নিন্দা করে ভয়েস অব করাচির সদস্য তাঁপ টুইটারে লেখেন, কিছুদিন আগেইপিটিআই-এর ফাওয়াদ চৌধুরি স্যামি আব্রাহামকে চড় মেরেছিলেন। আর এবার মনসুর সিয়াল টক শো-য়ে এসে পেটালেন সিনিয়র সাংবাদিক ইমতিয়াজ ফরহানকে মারধর করলেন। এই ঘটনা অবিশ্বাস্য।