- Home
- Religion
- Spritiual
- ষষ্ঠীর দিন পরিবার ও বন্ধু-বান্ধব সকলকে জানান শুভেচ্ছা, রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ
ষষ্ঠীর দিন পরিবার ও বন্ধু-বান্ধব সকলকে জানান শুভেচ্ছা, রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ
শুরু হয়ে গিয়েছে দেবীর আরাধনা। আজ শারোদৎসবের প্রথম দিন। ষষ্ঠীর দিন আপনার পরিবারে ও বন্ধু-বান্ধব সকলকে জানান শুভেচ্ছা। রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ। দেখে নিন এক ঝলকে।

দাও চেতনা, দাও প্রেরণা,
কালের আঁধার মুছিয়ে দাও মা,
বাজুক কাঁসার, জমুক আসার,
কাটুক আনন্দ ঘরে ঘরে। শুভ ষষ্ঠী। - পরিবার ও সকল পরিচিত ব্যক্তিকে পাঠাতে পারেন এমন বার্তা।
ভোরের পাখি উঠলো জেগে
মায়ের আগমনের কথা শুনে,
মা এসেছে মর্ত্যলোকে
শুভ ষষ্ঠী। - পাঠাতে পারেন এমন বার্তা।
শিউলি ফুলের গন্ধে পরিবেশ মনোরম হল,
ধুপ, দীপ আর শাঁখের আওয়াজ
মায়ের আগমন জানিয়ে দিল
শুভ মহা ষষ্ঠী। - সকল পরিচিত ব্যক্তিকে পাঠাতে পারেন এমন বার্তা।
কত অপেক্ষার অবসান হল আজ,
মা এসেছেন আজ ঘরে ঘরে
থাকো তুমি সবার অন্তরে...
প্রার্থনা করি,
শুভ ষষ্ঠী। - আজ পাঠান এই বার্তা।
মা দুর্গার আজ হল আগমন
আনন্দে ভরে উঠল সকলের মন
মায়ের উপরেই সকলের দৃষ্টি
তোমায় জানাই দুর্গাপুজোর শুভ ষষ্ঠী। - পাঠাতে পারেন এমন বার্তা।
একটা বছর পরে
আমার মা এলেন ঘরে
আমাদের সংসার উঠলো আলোয় ভরে
শুভ ষষ্ঠী।– পরিবার ও সকল পরিচিত ব্যক্তিকে পাঠাতে পারেন এমন বার্তা।
মায়ের বোধন সঙ্গে হোক
শুভ শক্তির বিকিরন।
শুভ মহা ষষ্ঠী।
পুজোর ভোরের ঢাকের আওয়াজ,
মা-র কাছে যাওয়া
দুঃখ ভুলে আনন্দে মেতে ওঠার পালা।
এই শুভ সময় সবাই থাকুক ভালো।
শুভ মহা ষষ্ঠী। -পরিবার ও সকল পরিচিত ব্যক্তিকে পাঠাতে পারেন এমন বার্তা।
একশো আট পদ্ম দিয়ে মায়ের পায়ে
শুরু হল মায়ের পুজোর শুভ সূচনা
শুভ ষষ্ঠী। -দিনের শুরুতে পাঠান এমন বার্তা।
শুভ মহা ষষ্ঠীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সকলের জীবন ভরে উঠুক খুশি ও আনন্দে..
এমন বার্তা পাঠান সকল পরিচিতকে। এই শুভ দিনে জানান আপনার শুভেচ্ছা।