সংক্ষিপ্ত
নারী পুরুষের সম্পর্ক নিয়েও শ্রীকৃষ্ণ অনেক কথা বলেছিলেন। তিনি বলেছিলেন কলিযুগে মহিলা-পুরুষের সম্পর্কেও অনেক পরিবর্তন হবে। সম্পর্ক নিয়ে শ্রীকৃষ্ণের কথাগুলি দেখে নিন।
গীতায় শ্রীকৃষ্ণ বিশ্বব্রহ্মাণ্ডের পরিবর্তন নিয়ে অনেক কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যুগ বদলের সঙ্গে সঙ্গে মানুষের জীবনেও পরিবর্তিত হবে। সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে বলে পরামর্শ দিয়েছিলেন। মহাভারতে শ্রীকৃষ্ণ আভাস কলিযুগে কী কী ঘটবে। যার অনেকগুলি নিত্যদিনই ঘটতে থাকে আমাদের জীবনে।
নারী পুরুষের সম্পর্ক নিয়েও শ্রীকৃষ্ণ অনেক কথা বলেছিলেন। তিনি বলেছিলেন কলিযুগে মহিলা-পুরুষের সম্পর্কেও অনেক পরিবর্তন হবে। সম্পর্ক নিয়ে শ্রীকৃষ্ণের কথাগুলি দেখে নিন।
১। অর্থের জন্য হত্যা
শ্রীকৃষ্ণ বলেছিলেন কলিযুগে অর্থের জন্য হত্যা, খুনের মত ঘটনা ঘটবে। সম্পর্ক গুরুত্ব পাবে না। সামান্য থেকে বিপুল অর্থ- সবকিছুর জন্যই বাবা ছেলেকে, ছেলে বাবাকে খুন করতে পিছপা হবে না।
২। নারীর অপমান
কলিযুগে নারীকে সম্মান করবে না পুরুষ। নারী পুরুষকে নিজেদের সমান মনে করবে। নারীর সাহস আর আত্মত্যাগ পুরুষের থেকে বেশি হবে।
৩। গুণের থেকে রূপের কদর
গুণের থেকে রূপের বেশি কদর করবে পুরুষ। দ্বাপর যুগে দাঁড়িয়ে এমনটাই বলে গিয়েছেন শ্রীকৃষ্ণ। নারীকে পণ্য হিসেবে দেখবে পুরুষরা। সমাজে নারীর গুরুত্ব অবহেলা করে শুধুমাত্র নিজের সুখের জন্য নারীকে ব্যবহার করবে।
৪। ধনী পুরুষের কদর
কলিযুগে ধনী পুরুষের কদর বাড়বে। নারী অনেক সময় নিজের দরিদ্র স্বামীকে ফেলে ধনী পুরুষের কাছে চলে যাবে।
৫। নারীর শত্রু নারী
কলিযুগে মেয়েরা মেয়েদের প্রধান শত্রু হবে। অন্য নারীর কষ্ট না বুঝে আরও বেশি করে কষ্ট দেবে। নারীদেরও অন্য নারী ব্যাঙ্গ আর বিদ্রুপ করবে।
৬। পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে নারী
কলিযুগে পুরুষের অন্যায় কাজে বাধা দেওয়ার বদলে নারীরা তাদের সাহায্য করবে বলে জানিয়েছেন কৃষ্ণ। নিজেদের সুবিধের জন্য সম্পর্ক ভেঙে বেরোতেও অসুবিধে হবে না। পুরুষের মতো নারীরাও অনৈতিক কাজে জড়িয়ে পড়বে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।