সংক্ষিপ্ত
কয়েকদিন পরেই মহালয়া। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষ শুরু হতে চলেছে। আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার পরিপ্রেক্ষিতে মন খারাপের আবহেই এবারের দুর্গাপুজো হচ্ছে।
কয়েকদিন পরেই শুরু হচ্ছে দুর্গাপুজো। পঞ্জিকা অনুযায়ী এবার অষ্টমী ও নবমী একদিনে পড়েছে। ফলে অনেকেরই মন খারাপ। চারদিনের পুজো এবার তিনদিনেই শেষ হয়ে যাচ্ছে। এবার অষ্টমী পুজো, সন্ধিপুজো, নবমীর পুজো হতে চলেছে সকালে। ফলে অনেকেরই অসুবিধা হতে পারে। ভোরবেলা ঘুম থেকে উঠে পুজোর জোগাড় করতে হবে। সারারাত ঘুরে ঠাকুর দেখার পর সকালে পুজোর জোগাড় করতে হবে। তবে সব পঞ্জিকায় পুজোর নির্ঘণ্ট একইরকম নয়। পঞ্জিকাভেদে তিথি ও নির্ঘণ্ট আলাদা হয়। এই কারণে সবাই যদি এক পঞ্জিকা মেনে চলেন, তাহলে আর সংশয় থাকে না।
কোন পঞ্জিকায় ঠিক গণনার ফল আছে?
ডা. সুকান্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, 'গুপ্তপ্রেস, পি এম বাগচি, বেণীমাধব শীল ইত্যাদি পঞ্জিকায় তিথি, লগ্ন ইত্যাদি গণনা করা হয় দু'হাজার বছরের প্রাচীন সূর্যসিদ্ধান্ত মতে। যা আধুনিক জ্যোর্তিবিজ্ঞান মতে ত্রুটিপূর্ণ। ভারতীয় পঞ্জিকার সেই ত্রুটি সংশোধনের জন্য স্বাধীনতার পর ড. মেঘনাদ সাহার নেতৃত্বে পঞ্জিকা সংস্কার কমিটি তৈরি হয়। এই কমিটি আধুনিক জ্যোর্তিবিজ্ঞানের তত্ত্বের উপর ভিত্তি করে যে সংস্কৃত পঞ্জিকা প্রকাশ করে সেটাই দৃকসিদ্ধ পঞ্জিকা। কেন্দ্রীয় সরকার এই দৃকসিদ্ধ পঞ্জিকার উপর ভিত্তি করে প্রতি বছর 'রাষ্ট্রীয় পঞ্চাঙ্গ' প্রকাশ করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গ-সহ অনেক রাজ্য এই পঞ্জিকাকে গুরুত্ব না দিয়ে সনাতনী ত্রুটিপূর্ণ অদৃকসিদ্ধ পঞ্জিকা মেনে চলে। পশ্চিমবঙ্গে একমাত্র বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা দৃকসিদ্ধ মতে গণনা করে এবং রামকৃষ্ণ মিশন-সহ সামান্য কিছু প্রতিষ্ঠানে এই পঞ্জিকা মতে যাবতীয় পূজাকর্ম সম্পাদিত হয়।'
কোন পঞ্জিকা মেনে চলা উচিত?
ডা. মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘বিজ্ঞানসম্মতভাবে তৈরি দৃকসিদ্ধ পঞ্জিকা মেনে চলা উচিত। আমরা যখন ঘুম থেকে ওঠা থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত বিজ্ঞানের যাবতীয় আশীর্বাদে নিজেদের সমর্পণ করেছি তখন কেনই বা ভুলে ভরা অদৃকসিদ্ধ পাঁজি বা পঞ্জিকা মেনে চলব? আমাদের দৃকসিদ্ধ পঞ্জিকা মেনে শুধু দুর্গাপুজো নয়, লক্ষী, কালী, সরস্বতী-সহ বিভিন্ন পুজো-পার্বণ পালন করা উচিত।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'ধর্ম কোনওদিন বাধা হয়নি,' দুর্গাপুজোর আগে দেবীর চুল তৈরিতে ব্যস্ত মুসলিম শিল্পীরা
বাংলার এই ঐতিহ্যবাহী শারদীয়া দুর্গাপূজা, কলকাতায় ঠিক কবে থেকে শুরু হয়েছিল জানেন?
সামনেই মহালয়া, এই দিন পুরুষদের ভুলেও কয়েকটি কাজ করা উচিত নয়, দেখে নিন ছবি