সংক্ষিপ্ত
দেবী দুর্গা হলেন আদি শক্তির রূপ। তাই দেবী দুর্গার আশীর্বাদ পাওয়ার অর্থ মহাদেবে আশীর্বাদ পাওয়া।
মহালয়া অর্থাৎ দেবীপক্ষ থেকেই শুরু হয়ে যায় দুর্গাপুজো। দেবীপক্ষ চলে বিজয় দশমী পর্যন্ত। হিন্দু শাস্ত্র অনুয়ায়ী এই সময়টা ুবই গুরুত্বপূর্ণ। এই সময় দেবী দুর্গা বা মা চণ্ডীর আর্শীবাদ খুব সহজেই পাওয়া যায়। দেবী দুর্গা হলেন আদি শক্তির রূপ। তাই দেবী দুর্গার আশীর্বাদ পাওয়ার অর্থ মহাদেবে আশীর্বাদ পাওয়া। কিন্তু এই সময় কিছু সাধারণ কাজ রয়েছে যেগুলি করলে মা দুর্গা কুপিত হন। কিছু কাজ রয়েছে যেগুলি মেনে চললে সহজেই মা তুষ্ট হন। আসুন জেনেনি কী সেই কাজগুলি।
মহালয়া থেকে দশমী অর্থায় ১০ দিন কী কী করবেন আর কী কী করবেন না -
মহালয়া থেকে দশমী পর্যন্ত নিয়মিত মহিষাসুরমর্দিনীর স্তোত্র পাঠ করুন। বছরের অন্য সময়টাও করতে পারে। কিন্তু এই সময়টা এই স্তোত্রের ওপর জোর দিন ।
মহালয়া থেকে বিজয় দশমী আদি শক্তির আরাধনা সকাল আর সন্ধ্যে করুন। নিয়মিত ঘরে প্রদীপ আর ধূপ জ্বালুন। দেবী দুর্গার মূর্তি না থাকলেই মায়ের আরাধনা করতে পারেন।
মহালয়া থেকে বিজয় দশমী ঘর পরিচ্ছন্ন রাখুন। রান্নাঘর আর ঠাকুরের স্থান খুব সুন্দর করে সাজিয়ে রাখুন।
মহালয়া থেকে বিজয় দশমী এই ১০ দিন সাধারণত নিরামিষ খাবার বাড়িতে আনুন। আমিষ খাবার এড়িয়ে চলাই শ্রেয়।
মহালয়া থেকে বিজয় দশমী ১০ দিন চুল ও নখ কাটবেন না। তাহলে দেবীর কোপে পড়তে পারেন।
১০ দিনের জন্য চামড়ার সামগ্রী ব্যবহার করবেন না।
১০ দিন পরিবারের সকলে মিলেমিশে থাকুন। কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না।
পুজোর সময় নিজেকে পরিচ্ছন্ন রাখুন।
পুজোর দিনগুলিতে পরিবারের সঙ্গে কাটান। পরিবারের সকলে একসঙ্গে পুজো করলে দেবী আরও বেশি তুষ্ট হয়ে আর্শীবাদ করবেন।