- Home
- Religion
- Spritiual
- Akshay Tritiya 2024: অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা শুভ কেন? ছবিতে দেখেনিন তার ধর্মীয় কারণগুলি
Akshay Tritiya 2024: অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা শুভ কেন? ছবিতে দেখেনিন তার ধর্মীয় কারণগুলি
- FB
- TW
- Linkdin
অক্ষয় তৃতীয়
রবিবার পলয়া বৈশাখ। বাংলা বছরের প্রথম মাসেই পালন করা হয় অক্ষয় তৃতীয়া। প্রাচীন হিন্দু বিশ্বাস অনুযায়ী এই দিনে যে কোনও কাজ করলে ভাল ফল পাওয়া যায়।
অক্ষয় তৃতীয়ার দিন
চলতি বছর অক্ষয় তৃতীয়া পড়েছে ১০ এপ্রিল। তিথি শুরু হবে ভোর ৪টো ১৭ মিনিটে।
অক্ষয় তৃতীয় থাকবে
১০ মে দিনভর থাকবে অক্ষয় তৃতীয়ার শুভ তিথি। ছাড়বে রাত ২টো ৫০ মিনিটে।
সোনা কেনার শুভ সময়
তৃতীয়র ভোর ৫টা ৩৩ মিনিট থেকে রাত ২টো ৫০ মিনিট পর্যন্ত পুরোটাই সোনা কেনার জন্য শুভ।
কেন শুভ
অক্ষয় তৃতীয়া পালন করা হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে। প্রাচীন বিশ্বাস সত্যযুগ ও ত্রেতা যুগেই পালন করা হত অক্ষত তৃতীয়া। প্রাচীন বিশ্বাস কলিযুগের শুরু হয় এই দিনে।
সোনা কেনা শুভ কেন
এই দিনে সোনা কিনলে ঘরে ধন-সম্পদ আসে। সুখ ও সমৃদ্ধি আসে। এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনলে ঘরে অর্থের অভাব হয় না বলেও বিশ্বাস রয়েছে। সারা বছর আপনাকে আর্থিক সংকটের সম্মুখীন হতে হবে না। যশ ও খ্যাতি বৃদ্ধি পায়।
কুবের ধন
প্রাচীন বিশ্বাস এই দিন কুবের ধন পেয়েছিলেন। তাই এই দিনটি ধন সম্পদের দিন হিসেবে পালন করা হয়। এই দিন মা লক্ষ্মী, গণেশের সঙ্গে কুবেরেরও পুজো করা হয়।
সোনা কেনা
এই দিন শুধু সোনা কেনার সামর্থ যদি না থাকে তাহলে রুপোও কিনতে পারেন। তাও শুভ বার্তা নিয়ে আসবে। বলে প্রাচীন বিশ্বাস।