সংক্ষিপ্ত
কলকাতায় দুর্গাপুজোর (Durga Puja 2024) উদ্বোধনে এসে পুরো বাঙালি মুডে বিশ্ব বিখ্যাত প্রাক্তন ক্রিকেটার ব্রায়ান লারা (Brian Charles Lara)।
কলকাতায় দুর্গাপুজোর (Durga Puja 2024) উদ্বোধনে এসে পুরো বাঙালি মুডে বিশ্ব বিখ্যাত প্রাক্তন ক্রিকেটার ব্রায়ান লারা (Brian Charles Lara)।
দক্ষিণ কলকাতার সুরুচি সংঘের পুজো উদ্বোধন করতে এসে ঢাকও বাজালেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ব্রায়ান চার্লস লারা। যাকে ক্যারিবিয়ান প্রিন্স নামেই চেনে গোটা ক্রিকেট পৃথিবী। সুরুচি সংঘের দুর্গাপুজোর উদ্বোধন করতে দুইদিন আগেই শহরে এসেছিলেন তিনি।
সেখানে এসে তিনি বলেন, “আমি এই শহরে এসেছি। কারণ, এই অসাধারণ উৎসবকে সেলিব্রেট করতে। আর আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ, তিনি এই উৎসবকে অসাধারণ পর্যায়ে নিয়ে গেছেন। সত্যিই কলকাতায় ফিরে আসতে পেরে দারুণ লাগছে।”
অন্যদিকে, ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে দিলেন দরাজ সার্টিফিকেট। লারার মতে, “পরিবেশ-পরিস্থিতি কোনও ব্যাপার নয়। যশস্বীকে পৃথিবীর যে কোনও প্রান্তে এবং যে কোনও মাঠে খেলতে বলা হোক না কেন, ও খেলে দেবে। শুধু আসন্ন অস্ট্রেলিয়া সফরে বাঁহাতি ভারতীয় ব্যাটারের প্রয়োজন মানসিকভাবে নিজেকে তৈরি করা।”
উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে ইতিমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন যশস্বী। লালবলের ক্রিকেটে বর্তমানে তিনি টিমের অপরিহার্য একটি অংশ। চলতি বছরে মোট ৮টি টেস্ট খেলে ৬৬.৩৫ ব্যাটিং গড় রেখেছেন। সেইসঙ্গে, করেছেন ৯২৯ রান। যশস্বীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল, এবার অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলা।
ব্রায়ান লারা বলছেন, “যশস্বীর যে কোনও মাঠে খেলার ক্ষমতা রয়েছে। আমি ওকে ক্যারিবিয়ানে খেলতে দেখেছি। এটা ঘটনা যে, ক্যারিবিয়ানের পিচ আর অস্ট্রেলিয়ার বাইশ গজ এক নয়। কারণ, দুটির মধ্যে অনেক তফাৎ রয়েছে। কিন্তু যশস্বীর যা স্কিল আছে, তাতে যে কোনও পরিবেশে ও সফল হওয়ার ক্ষমতা রাখে।”
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।