সংক্ষিপ্ত

ন্যাড়াপোড়ার সময় ভুলেও বট অশ্বত্থ, আমলকি, নিম, কলা, অশোক, বেল গাছের কাঠ ব্যবহার করবেন না। হিন্দু ধর্ম অনুযায়ী এই গাঠগুলি খুবই শুভ

 

গোটা দেশের সঙ্গে এই রাজ্যেও হোলি বা দোল উৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এই রাজ্যে বা বাঙালিরা দোলের আগের রাত্রে ন্যাড়া পোড়া করে। হিন্দু ধর্ম অনুযায়ী ন্যাড়া পোড়ার মাধ্যমে যা কিছু অশুভ বা নেগেটিভ শক্তিকে ধ্বংস করা হয়। আর শুভ শক্তির আবহান করা হয়। ন্যাড়াপোড়ায় সাধারণ অনেক গাছের ডাল ব্যবহার করা হয়। কিন্তু ভুলেও ন্যাড়াপোড়়ার সময় গাছের ডাল ব্যবহারের কয়েকি নির্দিশিকা রয়েছে। সেগুলি অবশ্যই মেনে চলতে হবে।

গাছের ডাল ব্যবহার

ন্যাড়াপোড়ার সময় ভুলেও বট অশ্বত্থ, আমলকি, নিম, কলা, অশোক, বেল গাছের কাঠ ব্যবহার করবেন না। হিন্দু ধর্ম অনুযায়ী এই গাঠগুলি খুবই শুভ। তাই হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার সময় এজাতীয় কাঠের ব্যবহার শুভ নাও হতে পারে। দেবতাদের কোপে পড়ে জীবনে অতিষ্ট হয়ে যেতে পারে। হিন্দু শাস্ত্রের নিয়ম অনুযায়ী শুকনো কাঠ দিয়েই হোলিকা দহন বা ন্যাড়াপোড়া করতে হয়। সবুজ গাঠের ডাল বা ফুল ও ফল রয়েছে এমন গাঠের ডাল পোড়াতে নেই।

কোন গাছের ডাল ক্ষতি করতে পারেঃ

অশ্বত্থ ডাল

মনে করা হয় এই গাছে দেবদেবী হাস করেন। তাই ন্যাড়া পোড়ায় এই গাছের ডাল পোড়াতে নেই। অশুভ প্রভাব পড়তে পারে।

লজ্জাবতী গাছ

লজ্জাবতী গাছ শনির প্রিয় গাছ। তাই ন্যাড়াপোড়ার সময় এই গাছ পোড়াতে শনিদেবতার কোপে পড়তে পারেন।

আম গাছ

ন্যাড়া পোড়ায় কখনই আম গাছের কাঠ ব্যবহার করবেন না। হিন্দু ধর্মে আম গাছের কাঠ পুজোর ব্যবহার করা হয়। এটি জীবনে শুভ আর ইতিবাচক শক্তি নিয়ে আসে।

আমলকি গাছ

আমলকি গাছ হিন্দু ধর্মে শুভ। প্রাচীন কাল থেকেই এই গাছ মুনি ঋষিরা তপস্যার জন্য ব্যবহার করেব। আই গাছে রয়েছে বিষ্ণুর আশীর্বাদ।

নিম আর কলা গাছ

নিম গাছ পোড়ালে পরিবেশের ক্ষতি হতে পারে। শিবের আশীর্বাদ রয়েছে এই গাছে। কলা গাছে রয়েছে দেবী লক্ষ্মীর আশীর্বাদ।

বেল গাছ

বেল কাঠে যজ্ঞ হয়। কিন্তু ন্যাড়াপোড়া হয় না। কারণ শিবের অধীষ্ঠান এই গাছে। আর ন্যাড়াপোড়ার অর্থই হল পুরনো আবর্জনা আর অশুভ শক্তিকে দূর করা। তাই এই কাঠ ব্যবহার করা হয় না।

ন্যাড়া পোড়ায় ব্যবহার

মূলত শুকনো ডালপালাই ন্যাড়পোড়ায় ব্যবহার করা হয়। গাছ কাটার কোনও বিধান নেই। তবে ভুলেও কোনও অপরিচ্ছন্ন জিনিস ব্যবহার করবেন না। এই সময়টা পাতা ঝর়ার সময়। তাই যেসব গাছের ডাল শুকিয়ে পড়ে রয়েছে সেগুলিই ব্যবহার করুন। অনেক সময় বা়ড়ির পাশে আগাছা শুকিয়ে যায় এই সময়টা। সেগুলিও ব্যবহার করতে পারেন। চাইলে অবশ্যই ন্যাড়াপোড়ায় গোবরের ঘুঁটে ব্যবহার করতে পারেন। এটি পরিবেশ শুদ্ধ হয়। হিন্দু শাস্ত্রে গোবরের গুরুত্ব কিন্তু অনেক।