আর্থিক অনটন কিছুতেই যাচ্ছে না? দশমীর দিনে এই নিয়ম মানলে ভাগ্য ফিরতে বাধ্য
- FB
- TW
- Linkdin
চলতি বছর দশমী পড়েছে ১২ অক্টোবর শনিবার। এই দিন চাইলেই নিজের ভাগ্যের চাকা ঘোরাতে পারবেন। এমন কিছু রীতি রয়েছে যা মানলেই জীবন বদলে যাবে।
দুর্গাপুজোর ক্ষণ হল অত্যন্ত শুভক্ষণ। এই চারটে দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে সবাই।
তবে এই তিথিগুলি অশুভ সময় কাটাতেও অত্যন্ত সাহায্য করে। তবে দশমীর দিনে এই নিয়ম জীবনের বহু অশুভ জিনিসের বিনাস ঘটাতে পারে।
দশমীর দিনে বাড়ির উত্তর-পূর্ব দিকে তুলসী গাছ লাগাতে পারেন। এতে বাড়িতে থাকা যেকোনও নেতিবাচক শক্তির বিনাশ হবে।
দশমীর দিনে সর্ষের তেল ও তিলের তেল একসঙ্গে মিশিয়ে প্রদীপ জ্বালাতে পারেন। এতে আপনার গৃহ থেকে শনিদেবের অশুভ শক্তি দূর হবে।
দশমীর দিনে শ্রী রামের পুজো ও অর্চনা করতে হবে। এ ছাড়া মা দুর্গার নাম বাড়ির কোনও জায়গায় আটবার লিখতে হবে। এতে রাম ও দুর্গার কৃপা পাওয়া যায়।
এ ছাড়া দশমীর দিনে সাতটি লবঙ্গ, সাতটি কর্পূর, পাঁচটি তেজপাতা ঘরের কোনও এক কোণায় পুড়িয়ে ফেলতে হবে। এতে ঘরের সমস্ত অশুভ শক্তির বিনাশ হয়ে যায়।