- Home
- Religion
- Spritiual
- সামনেই কৌশিকী অমাবস্যা, এদিনে চিনির দানা দিয়ে দূর হবে সব সমস্যা, জেনে নিন কী করবেন
সামনেই কৌশিকী অমাবস্যা, এদিনে চিনির দানা দিয়ে দূর হবে সব সমস্যা, জেনে নিন কী করবেন
এই তিথিতেই মা কালী রূপে আবির্ভাব হয়। পূর্বজন্মের সতীর যজ্ঞস্থলে আহুতির ফলে তিনি কালো বর্ণে আবির্ভাব হন।
| Published : Aug 03 2024, 02:28 PM IST
- FB
- TW
- Linkdin
এই বিশেষ তিথির সঙ্গে তারাপীঠের এক গভীর যোগ রয়েছে। কারণ, এদিন তন্ত্র সাধনা, যোগ্য বা মনের কোনও ইচ্ছা পূরণ করার মক্ষম তিথি।
আর তাই তারাপীঠে মা কালীর আরাধনা শুরু হয় সকাল থেকেই। কথিত আছে, এদিন মন থেকে নিয়ম মেনে পুজো করলে, মনের সকল বাসনা পূর্ণ হয়।
আর এর ফলেই এই বিশেষ তিথিতে তারাপীঠে উপচে পড়ে লক্ষ লক্ষ ভক্তদের ভিড়।
কৌশিকী অমাবস্যা ২০২৪, বিশেষ এই তিথিতে তারাপীঠে মায়ের বিশেষ পুজোর আয়োজন হয়।
এই অমাবস্যা তিথি শুরু হলেই রাজবেশ সহকারে রাতে মায়ের পুজো করা হয়।
কারণ এই তিথিতেই মা কালী রূপে আবির্ভাব হয়। পূর্বজন্মের সতীর যজ্ঞস্থলে আহুতির ফলে তিনি কালো বর্ণে আবির্ভাব হন।
মনে করা হয়, সঠিক রীতি নীতি মেনে ভাদ্রমাসের এই তিথিতে পুজো করলে মেলে সুফল।
এই বিশেষ দিনেই ব্রহ্মাকে তুষ্ট করেছিলেন শুম্ভ-নিশুম্ভ। তাঁদের সাধনায় মুগ্ধ হয়ে বরও দিয়েছিলেন ব্রহ্মা। যে কাহিনি মহালয়ার প্রাতঃকালে সকলেই শুনে থাকেন।
এই বছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে ১৫ ভাদ্র, ১ সেপ্টেম্বর রবিবার। ভাগ্য ফেরাতে কৌশিকী অমাবস্যায় কোন নিয়মগুলি পালন করবেন জেনে নিন-
ভাগ্য ফেরাতে কৌশিকী অমাবস্যায় করুন গঙ্গা স্নান। গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব না হলে এই উপায়ে স্নান করুন, তাহলেই পূরণ হবে গঙ্গা স্নান।
স্নানে জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে নিন সেই সঙ্গে খানিকটা কালো তিল মিশিয়ে স্নান করে ফেলুন।
তিলের তেলের প্রদীপ জ্বালানো এই দিনে খুবই উপকারী বলে মনে করা হয়।
কৌশিকী অমাবস্যায় সন্ধ্যায় প্রধাণ দরজায় তিলের তেলে প্রদীপ জ্বালালে ভাগ্যের অন্ধকার দূর হয়।
শুকনো নারকেল নিন যাতে এক ফোঁটাও জল না থাকে। এই নারকেলের মাথাটি ফুঁটো করে নিন।
এতে চিনি ভরে দিন। এবার এই নারকেলটি বাড়ি থেকে কিছুটা দূরে মাটিতে পুঁতে দিন।
আর মনে রাখবেন এই কাজটি করতে যেন কেউ আপনাকে না দেখে। প্রয়োজনে গভীর রাতেও করতে পারেন এই কাজ
এই কয়েকটি কাজ কৌশিকী অমাবস্যায় সফলভাবে করতে পারলেই দেখবেন, কীভাবে আপনার ভাগ্য খুলতে শুরু করবে। তবে প্রতিটি কাজ করার সময় মনে মনে মাকে স্মরণ করতে ভুলবেন না।