আজ রেড রোডে রাজ্য সরকারের উদ্যোগে দুর্গাপুজো কার্নিভাল। পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পর এটাই প্রথম পুজো কার্নিভাল। এবছর রেড রোডের কার্নিভালে অংশ নিয়েছে ৯৫টি পুজো।
গান্ধীমূর্তির নিচে রাস্তার ওপর খোলা আকাশের নীচে ৫৭২ দিন ধরে আন্দোলন করছেন SSC চাকরিপ্রার্থীরা। নিরাপত্তার কারণ দেখিয়ে, চাকরিপ্রার্থীদের ধর্না-অবস্থানে না বসার 'নির্দেশ' দিয়েছিল ময়দান থানা। আন্দোলনকারীদের একাংশ পুলিশের আবেদনে সাড়া দিলেও, ধর্না অবস্থানে অনড় ২০০৯-এর টেট প্রার্থীরা। আজ সকাল থেকে ধর্না অবস্থানে কোন চাকরিপ্রার্থীদের দেখা যায়নি। গান্ধীমূর্তির চারপাশ আজ ফাঁকা। ২০০৯-এর টেট প্রার্থীদের একটি পোস্টার দেখা গেল।
বারবার দুর্গাপুজার কার্নিভালে দুর্ঘটনার সাক্ষী থাকছে রাজ্যবাসী। এর আগে বিসর্জনের সময় মাল নদীতে হরপা বানের জেরে প্রাণ হারিয়েছে বহু মানুষ। অন্যদিকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও গোরুর তাণ্ডবে মৃত্যু হল একজনের।
শনিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে আয়োজিত হয় দুর্গাপুজোর কার্নিভাল। কার্নিভালে গোরু নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। স্থানীয়সূত্রে খবর শোভাযাত্রা চলাকালীন আচমকাই ক্ষিপ্ত হয়ে ওঠে বলদটি। তারপর হঠাৎই দড়ি ছিড়ে ভিড়ের মধ্যে এলোপাথারি ছুটতে থাকে বলদটি। বলদের গুঁতোয় মৃত্যু হয় এক স্থানীয় বাসিন্দার। আহত আরও বেশ কয়েকজন।
জেলায় জেলায় অনুষ্ঠিত হল দুর্গাপুজো কার্নিভাল। উৎসব মুখর বাংলা। এদিন উত্তর ২৪ পরগনার অশোকনগরে হল দুর্গাপুজো কার্নিভাল। এই প্রথমবার পুজো কার্নিভাল হল অশোকনগরে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার কুল্পিতে অনুষ্ঠিত হল পুজো কার্নিভাল। প্রচুর মানুষ ও পুজো কমিটি গুলো অংশ গ্রহণ করেছিল এই কার্নিভাল-এ।
আর কিছুক্ষন পর রেড রোডে দুর্গা পুজো কার্নিভাল, শহরজুড়ে সাজো সাজো রব , জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বড়িশা সর্বজনীন দুর্গোৎসব। কলকাতা অতি প্রাচীন পুজো গুলোর মধ্যে অন্যতম। এই বছর তাদের থিম 'চির পুরাতন, নিত্য নূতন'। শিল্পী রণো ব্যানার্জি-র ভাবনায় এই মণ্ডপ সৃষ্টি। এখানে মা দুর্গার ১৮ টি হাত। আধুনিকতা ও সাবেকিয়ানার মেলবন্ধন।
পুলিশ সূত্রে খবর কার্নিভাল চলাকালীন ও তার আগে রেড রোডে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে যান চলাচল। শুধু রেড রোড নয়, পাশাপাশি বন্ধ থাকবে খিদিরপুর রোড, লাভার্স লেন, হসপিটাল রোড, ক্যুইন্স ওয়ে, এসপ্ল্যানেড ব়্যাম্প, পলাশি গেট রোড এবং মেয়ো রোড চত্বর।
শনিবার পুজো কার্নিভাল, SSC চাকরিপ্রার্থীদের গাঁধীমূর্তির তলায় ধর্নায় না বসার 'নির্দেশ' পুলিশের। এই নিয়ে শুরু হয়েছে জোর তরজা। এর পরেই শুক্রবার তাঁদের সঙ্গে দেখা করতে আসেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। ছিলেন রুদ্রনীল ঘোষ ও ভারতী ঘোষ। তারা SSC চাকরিপ্রার্থীদের দশমীর মিষ্টি মুখ করান। এরপর রুদ্রনীল সরকারের কটাক্ষ করে কবিতা বলেন। ভারতী ঘোষ বলেন, পুলিশ এদেরকে উঠে যাওয়ার 'নির্দেশ' দিতে পারেনা। এদের এখানে ধর্না 'আইন সিদ্ধ'।
বিভিন্ন মহল থেকে ওঠা অভিযোগের তদন্ত হবে, আগামীতে আরো সতর্কতা গ্রহণ করা হবে, মাল বাজার হরপা বান দুর্ঘটনা নিয়ে জানালেন জেলা শাসক। জলপাইগুড়ি জেলা শাসক মৌমিতা গোধারা বসু এক সাংবাদিক সম্মেলন করে দুর্ঘটনার ব্যাখ্যা করেন আজ। গত বুধবার মাল নদীতে দূর্গা প্রতিমা বিসর্জনের সময় হরপা বানের কারণে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, এখন পর্যন্ত তাতে ৮ জনের মৃত্যু হয়েছে, এবং আহত ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।