নবরাত্রির দিন কলস প্রতিষ্ঠার পর দেবী শৈলপুত্রীর পূজা করা হয়। এই দিনে প্রতিষ্ঠার পর দুর্গা সপ্তশতী পাঠ করা হয়। ধর্মীয় শাস্ত্র অনুসারে, কলসকে ভগবান গণেশের রূপ হিসাবে বিবেচনা করা হয়। যে কোনো শুভকাজ যেমন সিদ্ধিদাতার পুজো দিয়ে শুরু হয়, তেমনই পুজো শুরু হয় কলস পুজো দিয়ে।