পুজোর আগে আর কিছু সময়ের অপেক্ষা। করোনা আবহে পুজো নিয়ে নয়া নির্দেশিকা আদালতের। সিঁদুর খেলা, অঞ্জলী অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। করোনার টিকা দুটি ডোজ তবে বাধ্যতামূলক। সেই সঙ্গে মাস্কও পরে থাকতে হবে সকলকেই। বড় প্যান্ডেলের ক্ষেত্রে সর্বাধিক ৬০ প্যান্ডেলে থাকতে পারবে। ছোট প্যান্ডেলের ক্ষেত্রে ১০ জন থাকতে পারবে। নিয়ম মানা না হলে পুজোর অনুমতি বাতিলও করতে পারে পুলিশ।