ভুত চতুর্দশীর দিন কোন দিকে প্রদীপ জ্বালাবেন, অকালমৃত্যুর দোষ কাটিয়ে দীর্ঘায়ু পেতে পালন করুন এই নিয়মভুত চতুর্দশীতে যম দেবকে উৎসর্গ করে চারমুখী প্রদীপ জ্বালানো হয়। এই দিনে ভগবান কুবের, দেবী লক্ষ্মী, ভগবান ধন্বন্তরী এবং যম দেবের পূজা করা হয়। ৩০শে অক্টোবর ২০২৪, সন্ধ্যায় যম প্রদীপ জ্বালানোর মাধ্যমে পরিবারের মঙ্গল কামনা করা হয়।