সংক্ষিপ্ত
কালীপুজোয় মা কালীর পুজো করলে সকল দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে। এছাড়া আধ্যাত্মিক শক্তিও লাভ হয়। বলা হয় এই পুজোতে শুধুমাত্র এই একটি নিয়ম পালন করলেই জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়-
Phalaharini Kali Puja 2024: বাঙালি হিন্দু সমাজে কালীর মাতৃরূপের পূজা বিশেষ জনপ্রিয়। জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালীপুজো বিশেষ জনপ্রিয়। অনেক জায়গায় প্রতি অমাবস্যা এবং প্রতি মঙ্গলবার ও শনিবারে কালীপুজো হয়ে থাকে। তবে ফলহারিণী কালীপুজোয় মা কালীর পুজো করলে সকল দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে। এছাড়া আধ্যাত্মিক শক্তিও লাভ হয়। বলা হয় এই পুজোতে শুধুমাত্র এই একটি নিয়ম পালন করলেই জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়-
জৈষ্ঠ্য মাসের অমাবস্যার এই পবিত্র তিথিতে, জগতের কল্যানের জন্য, দক্ষিণেশ্বরে মা সারদা-কে দেবীরূপে পূজো করেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি মা সারদার পুজো করেছিলেন ষড়োশী রূপে। সেই থেকে আজও এই ফলহারিণী কালীপুজোর অপর নাম ষড়োশী পুজো। বিভিন্ন মঠে আজও এই তিথিতে ষড়োশী পুজো উৎযাপন করা হয়।
জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় ফলহারিণী কালীপুজো ২০২৪ নির্ঘন্ট-
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে
অমাবস্যা তিথি শুরু-৫ জুন বুধবার সন্ধ্যা ৭ টা বেজে ১৫ মিনিটে
অমাবস্যা তিথি শেষ - ৬ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৫ টা বেজে ৫৩ মিনিটে। তবে মায়ের পুজো ৬ জুন বৃহস্পতিবারেই।
এই পুজোয় খাঁটি ঘি তে সিঁদুর মিশিয়ে মায়ের পায়ে ও ঘটে দিন, সেই সঙ্গে লাল চন্দন দিতে ভুলবেন না। দিন জবার মালা, ফুল ও মরসুমি ফল দিয়ে মন দিয়ে কালী মায়ের আরাধনা করুন। আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হবে।