সংক্ষিপ্ত

রবিবার এই কাজগুলি করলে তাদের কাজে বাধা দূর হয়। এমনিতেই হিন্দু শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাস খুবই গুরুত্বপূর্ণ। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই মাসে ভগবান বিষ্ণু অনন্ত নিদ্রায় যান।

হিন্দুশাস্ত্র মতে শ্রাবণ মাসের সোমবার খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু শ্রাবণ মাসের রবিবারও খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাদের কাজে বাধা তৈরি হয়ে থাকে প্রায়ই। রবিবার এই কাজগুলি করলে তাদের কাজে বাধা দূর হয়। এমনিতেই হিন্দু শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাস খুবই গুরুত্বপূর্ণ। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই মাসে ভগবান বিষ্ণু অনন্ত নিদ্রায় যান। আর সৃষ্টির দায়িত্ব সামলান ভগবান শিব। এই এই মাসে শিবের পুজোর পাশাপাশি ভগবান বিষ্ণুরও বিশেষ পুজো হয়।

শ্রাবণ মাসের রবিবারের প্রতিকারঃ

শ্রাবণ মাসের রবিবার নিষ্ঠাভরে ভগবান শিবের পুজো করুন। পান সুপারির সঙ্গে একটি মুদ্রা বট গাছের গোড়ায় পুঁতে রেখে দিন তাতে মনের ইচ্ছে পুরণ হবে। কাঙ্খিত চাকরি বা মনের মত সঙ্গী পেতে সাহায্য করবে।

শারীরিত সমস্যা থেকে মুক্তি পেতে শ্রাবণ মাসের রবিবার শিব পুজোর পর বট গাছের একটি পাতা আপনি আপনার বালিশের নিচে রেখে দিন। তাহলে শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। শরীর সুস্থ রাখতেও এই প্রতিকার বিশেষ গুরুত্বপূর্ণ।

যদি ব্যবসায় বড় ক্ষতির মুখোমুখি হন তাহলে শ্রাবণ মাসের রবিবার বট গাছের নিচে বসে সাতবার হনুমান চাল্লিসা পড়ুন। প্রাচীন ধর্মীয় বিশ্বাস হল একে ব্যাবসার বা সম্পত্তির সমস্যার সমাধান হয়।

শ্রাবণ মাসের রবিবার বট গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে শিবের পুজো করলে মহাদেব তুষ্ট হয়। কর্মস্থল বা পারিবারিক বিবাদ মিটে যায়। সংসারে সুখ আর সমৃদ্ধি আসে বলেও মনে করা হয়।

শ্রাবণ মাসের রবিবার নিয়মিত শিবের পুজো করুন। শিবের অভিষেক করুন। তাহলে মহাদেব তুষ্ট হবে। শিবের নাম জপও করতে পারেন। তাহলে পণ্ড হওয়ার কাজ সুষ্ঠভাবে সম্পন্ন হবে। শ্রাবণ মাস অনেকের কাছেই গুরুত্বপূর্ণ।

শ্রাবণ মাসে প্রতি রবিবার শিবঠাকুরের পুজো করুন। এই দিন শিব ঠাকুরকে জলাভিষেক করতে পারেন। শিব অল্পেতেই সন্তুষ্ট। বেলপাতা আর ধুতুরা ফুল দিয়ে পুজোও করতে পারেন। শিবের মন্ত্র জপ করলে বিশেষ উপকার পাওয়া যায়। রবিবার শিব ঠাকুরকে ভোগ হিসেবে ক্ষীর দিলে পরিবারের আর্থিক সমস্যা কেটে যায়। এই দিন বট গাছের গোড়ায় অবশ্যই একটি ধূপ আর বাতি জ্বালবেন।