- Home
- Religion
- Spritiual
- সরস্বতী পুজো ২০২৫: বাগদেবীর আরাধনার তিথি কবে কথন শুরু হচ্ছে? রইল সরস্বতী পুজোর সঠিক দিন ও ক্ষণ
সরস্বতী পুজো ২০২৫: বাগদেবীর আরাধনার তিথি কবে কথন শুরু হচ্ছে? রইল সরস্বতী পুজোর সঠিক দিন ও ক্ষণ
- FB
- TW
- Linkdin
“ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে।।” বছর শুরু হতে না হতেই চলে এল সরস্বতী পুজোর দিন।
প্রতি বছরের মতোই আবার আলপনা ফুল আর আরম্ভরে ভরে যাবে স্কুল, কলেজ, বাড়ি, বাড়ি।
ঔ একদিন পড়াশুনোর ছুটি। বই রাখা থাকবে মায়ের কোলে। ফুল পড়বে পুজো হবে তাতে।
দোয়াত কালি দিয়ে মায়ের নাম লেখা হবে বেল পাতায়। মিষ্টান্নে ভরবে প্লেট। পাতে পড়বে খিচুড়ি।
এই বছর সরস্বতী পুজো যারা করবে তাদের সঠিক ক্ষণ আর দিন জেনে নিতে হবে। আসুন জেনে নেওয়া যাক কখন পড়েছে তিথি?
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, ২ রা ফেব্রুয়ারি রবিবার বাংলায় ১৯ মাঘ সরস্বতী পুজো পড়েছে। পঞ্চমী তিথি আরম্ভ হয়েছে– সকাল ৯টা ১৬ মিনিট।
পঞ্চমী তিথি শেষ হয়েছে বাংলায় ২০ মাঘ, সোমবার। ইংরেজিতে– ৩ ফেব্রুয়ারি, সোমবার।
সময়– সকাল ৬টা ৫৩ মিনিটে।
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে:
পঞ্চমী তিথি আরম্ভ হবে ১৯ মাঘ, রবিবার।
ইংরেজি– ২ ফেব্রুয়ারি, রবিবার , বেলা ১২টা ১২ মিনিট ৫৯ সেকেন্ড।
পঞ্চমী তিথি শেষ– ২০ মাঘ, সোমবার। ৩ ফেব্রুয়ারি, সোমবার। সকাল ৯টা ৫৭ মিনিট ৩৮ সেকেন্ড।