সংক্ষিপ্ত
প্রাচীন বিশ্বাস- পিতৃপক্ষের সময় তুলসীর ব্যবহার করা শুভ। অনেকেই মনে করেন এই সময়টা ভগবান বিষ্ণুর খুব প্রিয় সময় ।
শুক্রবার থেকে শুরু হচ্ছে পিতৃপক্ষ। হিন্দুধর্মে এর গুরুত্ব অনেক বেশি। এই সময় এমন অনেক কাজ রয়েছে যা করলে পূর্বপুরুষ খুশি হয়ে আর্শীবাদ করেন। প্রাচীন বিশ্বাস এই সময় পূর্বপুরুষরা জেগে ওঠে। শুক্রবার অর্থাৎ ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পিতৃপক্ষ। এটি চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। তারপরই শুরু হবে দেবী পক্ষ।
প্রাচীন বিশ্বাস- পিতৃপক্ষের সময় তুলসীর ব্যবহার করা শুভ। অনেকেই মনে করেন এই সময়টা ভগবান বিষ্ণুর খুব প্রিয় সময় । তাই তুলসীর প্রতিকারে নিজের আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারেন। তবে এই বিশেষ সময় তুলসীর ব্যবহারেরও নিয়ম রয়েছে।
আর্থিক সমস্যা সমাধানের জন্য তুলসী তলার কাছে একটি বাটি রাখুন। এক হাতের তালুতে ধীরে ধীরে গঙ্গাজল ফেলুন খেয়ার রাখতে হবে হাতের তালুর গঙ্গাজল যেন তুলসী গাছ বা পাতা স্পর্ষ করে বাটির মধ্যে পড়ে। বা়ড়ির যে কোনও সদস্যই এই প্রতিকারটি করতে পারে। গোটা পরিবারের আর্থিক সমস্যা এতে দূর হয়ে যাবে বলেও বিশ্বাস করা হয়।
পূর্ব পুরুষদের শ্রদ্ধায় একটি বাটিতে গঙ্গাজল রেকে পূর্বপুরুষদের নাম পাঁচ থেকে সাত বার নিন। গঙ্গা জলের পাত্র অবশ্যই তিনটি তুলসী পাতা রাখবেন। তারপর সেই জল গোটা বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে দিন। বিশেষজ্ঞদের মতে এই প্রতিকারের মাধ্যমে পূর্বপুরুষদের আশীর্বাদে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয়। গোটা বাড়িতে জল ছড়া দেওয়ার পরে বাকি জল অবশ্যই তুলসী তলায় ঢেলে দিন। মনে রাখবেন রবিবার ভুলেও তলসী তলায় জল দেবেন না। রবিবার তুলসী গাছে হাত না দেওয়াই শ্রেয়।
বিশেষজ্ঞদের মতে পিতৃপুরুষের শ্রাদ্ধের সময় এই কাজ বিশেষ ফলদায়ক। পিতৃপক্ষের সময় এই কাজগুলি বিশেষ সাহায্য় করে পরিবারের সদস্যদের মধ্যে সুখ ও সমৃদ্ধি বজায় রাখতে।