অনেক জ্যোতিষী বলে থাকেন আপনি যদি আপনার মনের মতো জীবনসঙ্গীকে শীঘ্রই বিয়ে করতে চান, তাহলে আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে । এই প্রক্রিয়া মেনে চললেই আপনি জীবনে পেয়ে যেতে পারেন আপনার মনের মতো সঙ্গী। আসুন জেনে নেওয়া যাক সেই সমাধানগুলি সম্পর্কে

মনের মত সঙ্গী জীবনে পাশ পেতে চায় সকলেই। দিনের পর দিন খুঁজে চললেও অনেকেই পান না মনের মতো প্রিয়জনকে। বা মনের মতো সঙ্গীর খোঁজ মিললেও সে থাকে ধরাছোঁয়ার বাইরে। তখন শুধুই আফসোস আর হতাশা চেপে ধরে।অনেক জ্যোতিষি বলে থাকেন আপনি যদি আপনার মনের মতো জীবনসঙ্গীকে শীঘ্রই বিয়ে করতে চান, তাহলে আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে । এই প্রক্রিয়া মেনে চললেই আপনি জীবনে পেয়ে যেতে পারেন আপনার মনের মতো সঙ্গী। আসুন জেনে নেওয়া যাক সেই সমাধানগুলি সম্পর্কে..

প্রতি সোমবার দান করার অভ্যেস করুন। ১২০০ গ্রাম ছোলা বা মসুর ডালের সঙ্গে ১.২৫ লিটার কাঁচা দুধ দান করুন কোন অসহায় মানুষকে। বিয়ে না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। কোনও মেয়ের বিয়ে হতে দেরি হলে ভগবান শিবের উপাসনা করলে ভালো ফল হয়। এক্ষেত্রে ৫টি নারকেল শিবের মূর্তি বা ছবির সামনে রেখে "ওঁ শ্রীম বর প্রদয় শ্রী" মন্ত্রটি পাঁচবার জপ করলে সুফল মিলতে পারে। এছাড়াও মন্দিরের সমস্ত নারকেল উৎসর্গ করতে পারেন এবং সেইসঙ্গে প্রতিদিন দুর্গাসপ্তশতী পাঠ করতে থাকুন। দুর্গাসপ্তশতী থেকে অর্গলাস্তোত্রম পর্যন্ত পাঠ করতে ভুল করবেন না। একটা টোটকা জেনে নিন, প্রিয়জনের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় নিজের ঘর থেকে বেরোনো আগে মুখে দিন গুড়। এটা একটা ভালো লক্ষণ বলে মনে করেন জ্যোতিষীরা।

ভক্তি ভরে প্রসাদ নিবেদন করুন ভগবান শ্রী গণেশকে। প্রসাদ হিসেবে হলুদ রঙের মিষ্টি দেওয়ার চেষ্টা করবেন। অশ্বত্থ গাছের গোড়ায় জল অর্পণ করলেও ভালো ফল মেলে। প্রতি বৃহস্পতিবার করে জলে এক চিমটি হলুদ মিশিয়ে স্নান করতে পারেন। বৃহস্পতিবার অবশ্যই কলা গাছের সামনে খাঁটি ঘি এবং জলের প্রদীপ নিবেদন করে মনের বাসনা জানান। রাহুর প্রভাবে যদি বিয়েতে বিঘ্ন ঘটে তবে শনিবার প্রবাহিত জলে একটি নারকেল ভাসিয়ে দিতে পারেন। এই টোটকা মেনে চললেই আপনার বিয়ে আটকায় কে?

এসবই শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য, এই সংক্রান্ত কোন মতামত দেয় না এশিয়ানেট নিউজ বাংলা। সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।