রাত পোহালেই গণেশ পুজো। সঠিক নিয়ম মেনে গণেশ পুজো করার জন্য মূর্তি কেনার সময় সতর্ক হোন। বাস্তুশাস্ত্র মতে, সঠিক মূর্তি না কিনলে পরিবারে নেমে আসতে পারে বিপদ।

রাত পোহালেই গণেশ পুজো। এখন প্রস্তুতি তুঙ্গে। সর্বত্র প্রায় সম্পন্ন হয়েছে মণ্ডপ সজ্জা। আজ ২৬ অগাস্ট দুপুর ১টা ৫৪ মিনিট থেকেই শুরু হচ্ছে তিথি। পরের দিন অর্থাৎ কাল ২৭ অগাস্ট দুপুর ৩টে ৪৪ মিনিট পর্যন্ত থাকবে শুভ সময়। প্রতি বছর বিভিন্ন প্যান্ডেলে তো বটেই সঙ্গে অনেকের বাড়িতেও হয়ে থাকে গণেশ পুজো। তবে চাইলেই গণেশ পুজোর আয়োজন করলেই হল না। সঠিক নিয়ম মেনে করতে হবে পুজো। তা না হলে আপনার সংসারে আসতে পারে বিপদ। তাই পুজোর সকল আচার-আচরণ তো বটেই সঙ্গে গণেশের মূর্তি কেনার সময় সতর্ক হন। বাস্তুশাস্ত্র মতে, সঠিক মূর্তি না কিনলে পরিবারে নেমে আসতে পারে বিপদ।

মাটির বদলে কাঠের মূর্তি বাড়িতে রাখতে পারেন। তা আম, নিম অথবা পিপল কাঠের হওয়া আবশ্যক। এই নিয়ম মেনে চলুন। 

তেমনই বাড়িতে গোবরের মূর্তিও স্থাপন করতে পারেন। এটি শুভ বলে মনে করা হয়ে থাকে।

সামর্থ্য থাকলে সোনা, রুপো, পিতলের তৈরি মূর্তি স্থাপন করতে পারেন। এমন মূর্তিও শুভ বলে মনে করা হয়।

ময়দা ও চালের গুঁড়ো মিশিয়ে গণেশের ছাঁচে ফেলে গণেশ মূর্তি তৈরি করতে পারেন। তা বাড়িতেও স্থাপন করুন। এতে সংসারে সুখ সমৃদ্ধি বাড়বেই।

তেমনই বাড়িতে সাদা রঙের গণেশ মূর্তি রাখতে পারেন। এমন সাদা রঙের মূর্তি শুভ বলে মনে করা হয়। 

মনে রাখবেন- 

যদি আপনার বাড়িতে গণেশ প্রতিষ্ঠিত হয়, তবে বাড়িতে গণেশের ভোগ তৈরি করার সময় রসুন ব্যবহার করবেন না। পেঁয়াজও ব্যবহার করা যাবে না।

পুরনো বিগ্রহ বাড়িতে থাকলে তা নিরঞ্জন করুন। মনে রাখবেন বাড়িতে গণেশের দুটি মূর্তি রাখা উচিত নয়।

ভগবান গণেশের মূর্তির কাছে সব সময়ই প্রদীপ বা আলো জ্বালিয়ে রাখুন। ঘরের বাইরে গেলে অবশ্যই ঠাকুরের ঘরে আলোর সুব্যবস্থা করে রাখুন। অন্ধকারে ভগবানের মূর্তি দেখা শুভ বলে মনে করা হয় না। আজ বিভিন্ন স্থানে পুজিত হচ্ছেন গণপতি বাপ্পা। সর্বত্র পুজিত হচ্ছেন তিনি।