সংক্ষিপ্ত

এই দিনে ন্যাড়াপোড়া করলে সব ধরনের নেতিবাচকতা দূর হয়। এতে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে।

 

দোল পূর্ণিমার একদিন আগে সারা বাংলায় পালিত হয় ন্যাড়াপোড়া। অনেকে আবার একে বুড়ির ঘর, ছোট হোলি ইত্যাদি নামেও পরিচিত। এই বছর হোলি উৎসব পালিত হবে ১৪ মার্চ শুক্রবার। এর একদিন আগে অর্থাৎ ১৩ মার্চ বৃহস্পতিবার পালিত হবে ন্যাড়াপোড়া। ।

এই পদ্ধতিতে ন্যাড়াপোড়া করুন

ন্যাড়াপোড়ার দিন নিয়ম করে পূজা করতে হবে। ন্যাড়াপোড়া একটি নীতি যা একটি বনফায়ার মত। লোকেরা সাধারণত তাদের পরিবার এবং বন্ধুদের সঙ্গে আগুনের চারপাশে পরিক্রমা করে। ফুল, ধূপকাঠি, অক্ষত, তুলার সুতো, মুগ ডাল, মিষ্টি বা বাতাসা, হলুদ, আবির, নারকেল দিয়ে এই পূজা করুন। পাঁচ বা সাতবার এই আগুন প্রদক্ষিণ করে প্রার্থনা করুন। এই দিনে ন্যাড়াপোড়া করলে সব ধরনের নেতিবাচকতা দূর হয়। এতে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে।

ন্যাড়াপোড়ার আগুনে দিন এই জিনিসগুলি, যা জীবন বদলে দেবে-

১) ন্যাড়াপোড়ার আগুনে নারকেল দিলে জীবনে কখনও সম্পদের অভাব হবে না।

২) ন্যাড়াপোড়ার আগুনে কালো তিল দিলে, বাস্তুদোষ, গ্রহ দোষের নিবারণ হয়।

৩) ন্যাড়াপোড়ার আগুনে ঘুঁটে দিলে বাড়িতে থাকা নেগেটিভ শক্তি দূর হয়।

৪) চন্দন কাঠ বা কাঠের গুঁড়ো ন্যাড়াপোড়ার আগুনে দিলে ঘরের ঝামেলা অশান্তি দূর হয়।

৫) ন্যাড়াপোড়ার আগুনে পান পাতার সঙ্গে লবঙ্গ ও কপূর দিলে, ঘরে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা কোনও ব্যক্তির রোগমুক্তি হয়।

৬) ন্যাড়াপোড়ার আগুনে ভোজপত্র দিলে যাদের বিয়ে হচ্ছে না, বা দাম্পত্য জীবনে হওয়া যত রকমের অশান্তি দূর হবে।