সংক্ষিপ্ত

কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) কুস্তিতে ভারতকে তৃতীয় সোনা (Gold Medal) এনে দিলেন দীপক পুনিয়া (Deepak Punia)। পুরুষদের ৮৬ কেজি বিভাগে সোনা জেতেন তিনি।
 

বার্মিংহ্যামে  কমনওয়েলথ গেমস ২০২২-এর অষ্টম দিন ভারতের কাছে সোনায় সোহাগা।  একদিনে ভারতের ঝুলিতে এল তিনটি সোনা। সকটিই গোল্ড মেডেলই কুস্তিতে। বজরং পুনিয়া, সাক্ষী মালিকের পর শুক্রবার মধ্যরাতে সোনা জেতেন দীপক পুনিয়া। ছেলেদের ৮৬ কেজি বিভাগে সোনা জেতেন দীপক। তাও আবার তিরপ্রতীদ্বন্দ্বী পাকিস্তানের কস্তিগীরকে হারিয়ে দেশকে নবম গোল্ড মেডেল উপহার দিলেন ভারতীয় তরুণ তারকা কুস্তিগীর। পাকিস্তানের মহম্মদ ইনামকে ৩-০ পয়েন্টে হারান দীপক পুনিয়া।

প্রতিযোগিতার শুরু থেকেই দুরন্ত ফর্নে ছিলেন দীপক পুনিয়া। এর আগে নিউজিল্যান্ডের ম্যাথিউ অক্সেনহ্যামকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন দীপক পুনিয়া। দীপক টেকনিক্যাল সুপিরিয়রিটির নিরিখে বাউট জিতে নেন। তাঁর প্রি-কোয়ার্টার বাউট স্থায়ী হয় ৩ মিনিটেরও কম সময়।এরপর কোয়ার্টার ফাইনালে দীপক ১০-০ ব্যবধানে হারিয়ে দেন সিয়েরা লিয়নের শেকু কাসেগবামাকে। দীপক পুনিয়া সেমিফাইনাল ম্যাচে কানাডার আলেকজান্ডার মোরকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে প্রবেশ করেন। ফাইনালে উঠেই পদক জয় নিশ্চিৎ করে ফেলেছিলেন দীপক পুনিয়া। তার লক্ষ্য ছিল গোল্ড।

ফাইনাল ম্যাচে লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেই কথা ভালো করেই জানতেন দীপক। তাই প্রথম থেকেই সাবধানী ছিলেন তিনি। আর প্রতিপক্ষ যেখানে ২০১০ ও ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে সোনা জয়ী। গোল্ড মেডেল ম্যাচের প্রথম রাউন্ডে প্যাসিভিটির জন্য সতর্ক করা হয় পাক কুস্তিগিরকে। পরবর্তী ৩০ সেকেন্ডে ইনাম পয়েন্ট তোলা তো দূরের কথা, বরং তার মাঝেই ১ পয়েন্ট উপহার দেন দীপককে। ফলে পরবর্তী ৩০ সেকেন্ড পরে দীপক ২ পয়েন্টে এদিয়ে যান। প্রথম রাউন্ডে ভারতীয় তারকা ২-০ এগিয়ে থাকেন। ফাইনালের দ্বিতীয় রাউন্ডে দীপক ১ পয়েন্ট সংগ্রহ করেন। শেষমেশ ৩-০ ব্যবধানেই পাক কুস্তিগিরকে হারিয়ে গোল্ড মেডেল জিতে নেন তিনি।

সোনা জয়ের পর সোশ্যাল মিডিয়ায় দীপক পুনিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যুইটারে তিনি লিখেছেন,'আমাদের নিজস্ব দীপক পুনিয়ার দর্শনীয় ক্রীড়া পারফরম্যান্সে গর্বিত! তিনি ভারতের গর্ব এবং ভারতকে অনেক খ্যাতি দিয়েছেন। স্বর্ণপদক জেতা প্রত্যেক ভারতীয় উচ্ছ্বসিত। সমস্ত আসন্ন প্রচেষ্টার জন্য তার জন্য শুভ কামনা।' 

 

 

প্রধানমন্ত্রীর তরফ থেকে শুভেচ্ছা পেয়ে খুশি দীপক পুনিয়া। জুনিয়র কুস্তি প্রতিযোগিতা থেকে উঠে এসেছেন এই কুস্তিগির। বিশ্ব জুনিয়র কুস্তিতে এক বার সোনা জিতেছেন দীপক। আর এক বার পেয়েছেন রুপো। এশিয়ান চ্যাম্পিয়নশিপের দু’বার করে রুপো এবং ব্রোঞ্জ জিতেছেন তিনি। এ ছাড়া বিশ্ব ক্যাডেট চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপেও সোনা রয়েছে তাঁর। এবার কমনওয়েলখে সোনা জয়ের পর থেকে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দীপক পুনিয়া। 

আরও পড়ুনঃগোল্ড কোস্টের পর বার্মিংহ্যাম, কমনওয়েলথে কুস্তিতে ফের সোনা জয় বজরং পুনিয়ার

আরও পড়ুনঃবজরং পুনিয়ার পর সাক্ষী মালিক, কমনওয়েলথে কুস্তিতে ভারতের ঝুলিতে অষ্টম সোনা