সংক্ষিপ্ত
কমনওয়েলথ গেমস ২০২২ Commonwealth Games 2022) -এ জুডোতে দেশকে রুপো দিলেন সুশীলা দেবী (Sushila Devi)। মেয়েদের ৪৮ কেজি বিভাগে সাফল্য পেলেন তিনি। ছেলেদের ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন বিজয় কুমার যাদব ( Vijay Kumar Yadav)।
কমনওয়েলথ গেমসে আরও দুটি পদক জিতল ভারত। চতুর্থ দিনে জুডোতে এল একটি রূপো ও একটি ব্রোঞ্জ। জুডোতে মেয়েদের ৪৮ কেজি বিভাগে রুপো জেতেন সুশীলা দেবী। ছেলেদের ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন বিজয় কুমার যাদব। ফাইনালে সুশীলা দেবীর কাছে সোনা জয় আশা করেছিলেন সকলেই। কিন্তু দক্ষিণ আফ্রিকার মিকায়েলা হোয়াইটবুইয়ের কাছে হাড্ডাহাড্ডি লড়াই করার পরও শেষ রক্ষা হয়নি। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সুশীলা দেবীকে। তবে ভারতীয় তারকা জুডো খেলোয়ারের এই সাফল্যে গর্বিত গোটা দেশ। পাশাপাশি জুডো ছেলেদের ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ মেডেল ম্যাচে বিজয় হারিয়ে দেন সাইপ্রাসের পেত্রোস ক্রিস্টোডউলউকে। দেশকে পদক এনে দেওয়ার পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন সুশীলা দেবী ও বিজয় কুমার যাদব।
সুশীলা দেবী ৪৮ কেজি বিভাগে সেমিফাইনালে মরিশাসের প্রিসিলা মোরান্ডকে পরাজিত করে ফাইনালের টিকিট পাকা করে। তার আগে কোয়ার্টার ফাইনালে মালাউইর হ্যারিয়েট বোনফেসকে হারান। তবে ফাইনালে দক্ষিণ আফ্রিকার মিকায়েলা হোয়াইটবুইয়ের বিরুদ্ধে যে লড়াইটা অনেক কঠিন হবে তা ভালো করেই জানতেন সুশীলা দেবী। কিন্তু তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন। ৪.২৫ মিনিটের লড়াইয়ে হেরে যান তিনি। কিন্তু দুজনের মধ্যে টানটান লড়াই হয়। শেষ পর্যন্ত হার মানেন তিনি। প্রসঙ্গত, ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসেও রুপো পেয়েছিলেন সুশীলা। ২০১৯ সাউথ এশিয়ান গেমসে সোনা জেতেন। টোকিয়ো অলিম্পিক্সে জুডোয় ভারতের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি। তবে প্রথম রাউন্ডেই হেরে যান। কমনওয়েলথের মঞ্চে ফের একবার দেশের নাম গর্বিত করেন সুশীলা দেবী। রুপো জয়ের পর তাকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যুইটারে লেখেন,'সুশীলা দেবীর ব্যতিক্রমী পারফম্যামন্সে উচ্ছ্বসিত। রুপোর পদক জয়ের জন্য তাকে অভিনন্দন। তিনি অসাধারণ দক্ষতা এবং স্থিতিস্থাপকতা প্রদর্শন করেছেন। তার ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য শুভ কামনা।'
অপরদিকে, সোনা বা রুপো জয়ের দৌড় থেকে ছিটকে গেলেও জুডোতে ছেলেদের ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ জয়ের আশা টিকিয়ে রেখেছিলেন বিজয় কুমার যাদব। ব্রোঞ্জ জয়ের ম্যাচে সাইপ্রাসের পেত্রোস ক্রিস্টোডউলউয়ের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্মুখীন হন বিজয়। তবে শেষ পর্যন্ত নিজের সেরাটা দিয়ে ব্রোঞ্জ জয় নিশ্চিৎ করেন বিজয় কুমার যাদব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন বিজয় কুমার যাদবকেও। তিনি লিখেছেন,'বিজয় কুমার যাদব কমনওয়েলথ গেমসে জুডোতে ব্রোঞ্জ পদক জিতেছেন এবং দেশকে গর্বিত করেছেন। তার সাফল্য ভারতের খেলাধুলার ভবিষ্যতের জন্য শুভ লক্ষণ। তিনি আগামী দিনে সাফল্যের নতুন উচ্চতা অতিক্রম করতে থাকুন।'
এই জয়ের ফলে কমনওয়েলথ গেমস ২০২২-এ ভারতের পদদক সংখ্যা দাঁড়াল ৭। ৩টি সোনা, দুটি রুপো ও দুটি ব্রোঞ্জ।