সংক্ষিপ্ত

হাওড়ায় বাড়ি অচিন্ত্য শেউলির। মাত্র ২০ বছরের ছেলের সোনা জয়ের খবর এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে চারিদিকে। 
 

বাংলার অচিন্ত্য শেউলির হাত ধরে তৃতীয় সোনা এল ভারতের ঝুলিতে। ভরোত্তলেনর ৭৩ কিলো বিভাগে এই সোনার পদক জিতেছেন হাওড়ার ছেলে অচিন্ত্য। কমনওয়েলথ গেমসে এই প্রথমবার নেমেছেন অচিন্ত্য। ৭৩ কিলো বিভাগের ভরোত্তোলনে সোনা জয়ের জন্য তাঁকেও ফেভারিটদের তালিকায় রাখা হয়েছিল। কারণ, দুটো বিভাগের মধ্যে স্ন্যাচে ১৪৩ কিলো ও ক্লিন অ্যান্ড জার্ক-এ ১৭০ কিলো তুলে মোট ৩১৩ কিলো ওজন তুলে ফেলেছিলেন অচিন্ত্য। এটা একটা গেমস রেকর্ডও বটে।