সংক্ষিপ্ত

২০১১ সালে ভারতে শেষবার ওডিআই বিশ্বকাপ হয়েছিল। সেই বিশ্বকাপের আগে ইডেন গার্ডেন্স-সহ দেশের বিভিন্ন স্টেডিয়াম নতুন করে সাজিয়ে তোলা হয়েছিল। ফের এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ। তার আগে অন্তত ৫টি স্টেডিয়াম নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনা করছেন বিসিসিআই কর্তারা। যে স্টেডিয়ামগুলির রূপ বদলে যেতে চলেছে, তার মধ্যে কলকাতার ইডেন গার্ডেন্সও আছে। এছাড়া হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, মোহালির পিসিএ স্টেডিয়াম, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের সংস্কার হতে চলেছে। ২০১১ সালে ওডিআই বিশ্বকাপের আগে শেষবার দেশের বড় ক্রিকেট স্টেডিয়ামগুলি নতুন করে সাজিয়ে তোলা হয়েছিল। তারপর অবশ্য কয়েকটি স্টেডিয়ামের সংস্কার করা হয়েছে। গত মাসে ভারত-অস্ট্রেলিয়ার ওডিআই ম্যাচের আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংস্কার করা হয়েছে। একজন ক্রিকেটপ্রেমী অভিযোগ করেন, ওয়াংখেড়ে স্টেডিয়ামের শৌচাগারের অবস্থা একেবারেই ভালো নয়। এরপরেই ওয়াংখেড়ে স্টেডিয়ামের সংস্কার করা হয়। বাকি স্টেডিয়ামগুলিরও সংস্কার করা হবে। এর জন্য কয়েকশো কোটি টাকা খরচ হবে।

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট সংস্থা বিসিসিআই। ২০১১ সালের ওডিআই বিশ্বকাপের পর ২০১৬ সালে ভারতে হয় টি-২০ বিশ্বকাপ। এবার ফের ওডিআই বিশ্বকাপ হচ্ছে। বিশ্বকাপ, আইপিএল, বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করে বিপুল অর্থ রোজগার করেছে বিসিসিআই। ফলে স্টেডিয়ামগুলি সংস্কারের জন্য অর্থ খরচ করতে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। দর্শকদের জন্যই ভারতে ক্রিকেটের এত রমরমা। কিন্তু দর্শকদের স্বাচ্ছন্দের জন্য খুব বেশি উদ্যোগ নেওয়া হয় না। দর্শকরা বা সাংবাদিকরা হইচই করলে তারপর স্টেডিয়াম সংস্কার করা হয়। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ চলাকালীন অরুণ জেটলি স্টেডিয়ামের শৌচাগারের অব্যবস্থা নিয়ে অভিযোগ করেন দর্শকরা। দেশের আরও কয়েকটি স্টেডিয়ামের ব্যবস্থাপনা নিয়েও একাধিক অভিযোগ রয়েছে। সেই কারণেই স্টেডিয়ামগুলি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিসিসিআই সূত্রে খবর, অরুণ জেটলি স্টেডিয়ামের ছাদ সংস্কার অত্যন্ত কঠিন। কারণ, এই স্টেডিয়ামের কাঠামোতে গলদ রয়েছে। এই স্টেডিয়াম সংস্কারের খরচও বিপুল। আপাতত অরুণ জেটলি স্টেডিয়াম সংস্কারের খরচ ধরা হয়েছে ১০০ কোটি টাকা। হায়দরাবাদের স্টেডিয়াম সংস্কারের খরচ ধরা হয়েছে ১১৭.১৭ কোটি টাকা। ইডেন সংস্কারের খরচ ধরা হয়েছে ১২৭.৪৭ কোটি টাকা। মোহালি সংস্কারের খরচ ধরা হয়েছে ৭৮.৮২ কোটি টাকা। ওয়াংখেড়ে স্টেডিয়াম সংস্কার করার জন্য খরচ করা হবে ৭৮.৮২ কোটি টাকা। কোনও স্টেডিয়ামের ছাদও যদি সংস্কার করতে হয়, তাহলে খরচ বাড়বে। ওডিআই বিশ্বকাপের জন্য ১২টি স্টেডিয়ামকে বাছাই করা হয়েছে। ফাইনাল হতে পারে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ওডিআই বিশ্বকাপে মোট ৪৮টি ম্যাচ হবে।

আরও পড়ুন-

IPL 2023: ভামিকার সঙ্গে স্যুইমিং পুলে বিরাট কোহলি, উচ্ছ্বসিত সোশ্যাল মিডিয়া

IPL 2023: শেষ বলে জয়, আরসিবি-কে হারিয়ে আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে লখনউ

IPL 2023: শেষ বলে রান আউটের সুযোগ ফস্কাতেই হারতে হল, হতাশ ফাফ ডু প্লেসি