2026 ICC Men's T20 World Cup: আগামী মাসে শুরু হচ্ছে পুরুষদের টি-২০ বিশ্বকাপ। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করছে। শুক্রবার দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা (South Africa)। দলে একাধিক চমক রয়েছে।
KNOW
South Africa Cricket: অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) জন্য ঘোষিত দক্ষিণ আফ্রিকা দলে জায়গা পেয়ে গেলেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক (Quinton de Kock)। চোট সারিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার অ্যানরিক নর্খিয়ে (Anrich Nortje)। অধিনায়ক হিসেবে আছেন এইডেন মার্করাম (Aiden Markram)। তবে দল ঘোষণায় আসল চমক হল, ১৫ জনের দলে জায়গা পাননি ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) ও রায়ান রিকেলটন (Ryan Rickelton)। এই দুই ক্রিকেটারেরই ভারতে খেলার অভিজ্ঞতা আছে। তাঁরা এদেশে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। কিন্তু তারপরেও তাঁদের দলে নেওয়া হল না। অবশ্য দক্ষিণ আফ্রিকার বেশিরভাগ ক্রিকেটারই আইপিএল-এ (IPL 2026) বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে আছেন। ফলে সবারই ভারতে খেলার অভিজ্ঞতা আছে। সেক্ষেত্রে কারও পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে না।
দলে ফিরলেন কাগিসো রাবাডা?
পাঁজরে চোট পাওয়ায় সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ভারত সফরে সীমিত ওভারের কোনও ম্যাচেই খেলতে পারেননি কাগিসো রাবাডা (Kagiso Rabada)। তবে এই অভিজ্ঞ পেসার এবার চোট সারিয়ে টি-২০ বিশ্বকাপের দলে ফিরেছেন। এছাড়া প্রোটিয়া পেস বিভাগে আছেন লুঙ্গি এনগিডি (Lungi Ngidi), মার্কো জ্যানসেন (Marco Jansen) ও করবিন বশ (Corbin Bosch)।
দক্ষিণ আফ্রিকার পুরো দল-
টি-২০ বিশ্বকাপের জন্য ঘোষিত দক্ষিণ আফ্রিকা দলে আছেন- এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, টনি ডে জর্জি (Tony de Zorzi), ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis), ডেভিড মিলার (David Miller), ডনোভান ফেরেইরা (Donovan Ferreira), মার্কো জ্যানসেন, কেশব মহারাজ (Keshav Maharaj), কাগিসো রাবাডা, কেওয়ান মাপহাকা (Kwena Maphaka), লুঙ্গি এনগিডি, জেসন স্মিথ (Jason Smith), জর্জ লিন্ডে (George Linde), করবিন বশ ও অ্যানরিক নর্খিয়ে।
দল নিয়ে আশাবাদী কোচ
দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শাকরি কনরাড বলেছেন, ‘আমরা যে উপমহাদেশে ফিরছি, সেখানে সম্প্রতি আয়োজক দেশ ভারতের বিরুদ্ধে খেলেছি। সেই পরিবেশে খেলে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা নিঃসন্দেহে এই টুর্নামেন্টে আমাদের সাহায্য করবে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


