Abhimanyu Easwaran: অভিমন্যু ঈশ্বরণের ভারতীয় দলে অভিষেকের জন্য আরও অপেক্ষা করতে হবে। শেষ ওভাল টেস্টেও তাঁকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়নি।
Abhimanyu Easwaran: ভারতীয় দলে অভিষেকের জন্য অভিমন্যু ঈশ্বরণের অপেক্ষা যেন আরও দীর্ঘায়িত হল। ওভাল টেস্টেও তিনি প্রথম একাদশে সুযোগ পাননি। সম্প্রতি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অভিমন্যুর মতো দুর্ভাগ্যবান ক্রিকেটার হয়ত খুঁজে পাওয়া দুর্লভ হয়ে পড়বে সবার কাছেই। জাতীয় দলে ৯৬১ দিন কাটিয়েও এখনও অভিষেকের অপেক্ষায় বসে রয়েছেন এই বাংলার ওপেনার।
বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের কোনও টেস্টেই তিনি সুযোগ পাননি
সিনিয়র দলের ইংল্যান্ড সফরের ঠিক আগে শুরু হওয়া সিরিজে ভারত 'এ' দলকে নেতৃত্ব দিয়েছিলেন অভিমন্যু। একাধিকসিনিয়র ক্রিকেটারদের নিয়ে গড়া সেই দলের নেতৃত্ব দিলেও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্টের সিরিজে বেঞ্চেই বসে কাটাতে হয়েছে তাঁকে। গত ২০২২ সালের ডিসেম্বর মাসে, প্রথমবারের জন্য ভারতীয় দলে সুযোগ পান তিনি। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের সময় রোহিত শর্মার চোটের কারণে তিনি দলে আসেন। কিন্তু দেখা যাচ্ছে, অভিমন্যুর দলে আসার পর থেকে এখনও পর্যন্ত টেস্ট দলে অভিষেক হয়েছে মোট ১৫ জন ক্রিকেটারের।
কে এস ভরত, সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়াল, ঈশান কিষাণ, মুকেশ কুমার, প্রসিধ কৃষ্ণ, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল, আকাশ দীপ, দেবদূত পাড়িক্কাল, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, সাঁই সুদর্শন এবং সর্বশেষ অংশুল কাম্বোজের অভিষেক কার্যত বসে বসে দেখতে হয়েছে অভিমন্যুকে।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক দক্ষতার জন্যই ভারতীয় দলে জায়গা করে নেন বাংলার এই তারকা। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০৩ টি ম্যাচে ২৭ টি শতরান এবং ৩১ টি অর্ধ-শতরান সহ মোট ৭৮৪১ রান রয়েছে তাঁর নামের পাশে। অন্যদিকে, অভিমন্যুর সঙ্গে কুলদীপ যাদব এবং আর্শদীপ সিংও ইংল্যান্ড সিরিজে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


