T20 Ranking: বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের পর, টি-২০ র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জনকারী তৃতীয় ভারতীয় ক্রিকেটার হলেন অভিষেক শর্মা।
T20 Ranking: এশিয়া কাপের আগেই টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করে নিলেন ভারতের বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা। প্রসঙ্গত, আগামী মাসে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ। আর তার আগেই টি-২০ র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জনকারী তৃতীয় ভারতীয় ক্রিকেটার হলেন অভিষেক শর্মা।
বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব ছাড়া অন্য কোনও ভারতীয় ক্রিকেটার এর আগে টি-২০ র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করতে পারেননি। টানা এক বছর ধরে শীর্ষস্থানে থাকা ট্র্যাভিস হেডকে পেছনে ফেলে দিয়েছেন অভিষেক শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল হেডকে। আর তার ফলেই, এই অস্ট্রেলীয় ওপেনারকে শীর্ষস্থান হারাতে হয়েছে।
গত বছর, টি-২০ ক্রিকেট বিশ্বকাপের পর, সূর্যকুমার যাদবকে পেছনে ফেলে দিয়ে শীর্ষস্থান দখল করেছিলেন ট্র্যাভিস হেড। এই মুহূর্তে শীর্ষস্থানে থাকা অভিষেকের ৮২৯ রেটিং পয়েন্ট রয়েছে এবং হেডের ৮১৪ রেটিং পয়েন্ট। অপরদিকে, ৮০৪ রেটিং পয়েন্ট নিয়ে তিলক ভার্মা রয়েছেন ঠিক তৃতীয় স্থানে।
এদিকে ভারতের যশস্বী জয়সওয়াল দুই ধাপ নেমে এগারোতম স্থানে থাকলেও, সঞ্জু স্যামসন রয়েছেন ঠিক ৩৩ তম স্থানে। রুতুরাজ গায়কোয়াড় (২৫), শুভমান গিল (৩৮), হার্দিক পান্ডিয়া (৫৩), রিঙ্কু সিং (৫৬), অনেকটা এইরকম হল অন্যান্য তারকাদের বর্তমান র্যাঙ্কিং।
উল্লেখ্য, আগামী মাসে সংযুক্ত আরব আমিরশাহীতে বসবে এশিয়া কাপের আসর। অন্যদিকে, ২০২৬ সালে অনুষ্ঠিত হতে চলা টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এবার টি-২০ ফরম্যাটেই হচ্ছে এশিয়া কাপ। ভারত, পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহী রয়েছে ভারতের গ্রুপে। শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং হংকং রয়েছে দ্বিতীয় গ্রুপে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার ফোরে উঠবে। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচটি রয়েছে। অন্যদিকে, আগামী ১৪ তারিখে ভারত বনাম পাকিস্তান ম্যাচ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


