সংক্ষিপ্ত
তবে মাঝে সামান্য বৃষ্টি হলেও পুরোদমেই খেলা হয়েছে।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে পাঁচদিন পর্যন্তই গড়িয়েছে ম্যাচ। সোমবার, পঞ্চম দিনের শেষপর্বে গিয়ে খেলা শেষ হয়েছে।
তবে মাঝে সামান্য বৃষ্টি হলেও পুরোদমেই খেলা হয়েছে। ফলে, ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ছিল একেবারে তুঙ্গে। মেলবোর্নে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে এমন একটি নজির তৈরি হয়েছে, যা ভেঙে দিয়েছে ৮৭ বছর পুরনো একটি রেকর্ডও।
মেলবোর্নে পাঁচদিন মিলিয়ে খেলা দেখেছেন মোট ৩,৫১,১০৪ জন দর্শক। গত ১৯৩৭ সালে, বক্সিং ডে টেস্ট দেখেছিলেন ৩,৫০,৫৩৪ জন। সেটিই এতদিন অবধি সর্বাধিক দর্শকসংখ্যা ছিল। কিন্তু তা এবার ভেঙে গেল। ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সেই ম্যাচে খেলেছিলেন স্যর ডন ব্র্যাডম্যান। অস্ট্রেলিয়ায় হওয়া কোনও টেস্ট ম্যাচে এটিই সর্বাধিক দর্শকসংখ্যা ছিল।
কিন্তু অস্ট্রেলিয়ার সাংবাদিক টম মরিসন লিখেছেন, “এমসিজি আশা করেনি যে, মাঠে এত দর্শক হবে। এমনকি, অস্ট্রেলিয়া বোর্ডও নয়। তাই খাবার এবং পানীয় জলের ব্যবস্থা করতে নাজেহাল হতে হয়েছে ম্যানেজমেন্টকে। রোজই প্রায় ৭৫ হাজার দর্শক হাজির হয়েছেন মাঠে। সবাই আইসক্রিমের খোঁজ করেছে।”
এদিকে পঞ্চম দিনে ইয়ারা পার্ক খুলে দেওয়া হয়েছিল গাড়ি রাখার জন্য। যা সাধারণত দেখাই যায় না। তবে ঢোকার জন্য মাত্র একটিই গেট থাকায় ট্র্যাফিক জ্যাম হয়ে অ্যায় একটু। সেই কারণে, অনেকেরই মাঠে ঢুকতে কিছুটা দেরি হয়েছে।
জানা গেছে, প্রথমদিন ৮৭,২৪২ জন দর্শক খেলা দেখেছিলেন। এরপর তৃতীয় দিন দেখেন ৮৩,০৭৩ জন দর্শক। ওদিকে চতুর্থ দিন ৪৩,৮৬৭ জন দর্শক খেলা দেখেছিলেন। তবে পঞ্চম দিন আগের নজির কার্যত ভেঙে যায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।