সংক্ষিপ্ত

ঘরের মাঠে নিউজ়িল্যান্ডের কাছে পরাজিত হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়েছিল ভারত। 

আর তার বদলে শীর্ষে উঠে এসেছিল অস্ট্রেলিয়া। কিন্তু পার্থের মাটিতে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে আবারও পুরনো জায়গা ফিরে পেল ভারত। পয়েন্ট তালিকায় আবার সকলের উপরে উঠে এলেন বুমরারা। আর সেইসঙ্গে, অস্ট্রেলিয়া নেমে গেল দ্বিতীয় স্থানে।

এখনও পর্যন্ত ১৫টি টেস্টর মধ্যে ৯টি ম্যাচে জিতেছে ভারত। উল্টোদিকে পাঁচটিতে হেরেছে তারা। অন্য একটি ড্র হয়েছে। ফলে, ভারতের পয়েন্ট এখন ১১০ এবং শতাংশের বিচারে ৬১.১১। আর এই পয়েন্টের শতাংশের উপরই নির্ভর করচে শীর্ষে থাকা কোন দুই দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে।

প্রসঙ্গত, আগের দুবারই ফাইনালে খেলেতে নেমেছিল ভারত। এবারও তাদের সামনে সেই সুযোগ রয়েছে। এদিকে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া ১৩টি টেস্টের মধ্যে আটটি জিতেছে এবং চারটিতে হেরেছে। তাদেরও অবশ্য একটি টেস্ট ড্র হয়েছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট এই মুহূর্তে ৯০ এবং শতাংশের বিচারে ৫৭.৬৯।

তবে অস্ট্রেলিয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তিন নম্বরে থাকা শ্রীলঙ্কা। তাদের পয়েন্টের শতাংশ ৫৫.৫৬। এরপর চার নম্বরে আছে নিউজ়িল্যান্ড। ভারতকে হারিয়ে তাদের পয়েন্টের শতাংশ বেড়ে হয়েছে ৫৪.৫৫। অন্যদিকে, পাঁচ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্টের শতাংশ ৫৪.১৭।

তাই ভারত এবং অস্ট্রেলিয়া প্রথম দুই স্থানে থাকলেও তারাই যে ফাইনাল খেলবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ, নিউজ়িল্যান্ড সিরিজ়ের আগে ভারতের পয়েন্টের শতাংশ ৭০-এর অনেক বেশি ছিল। কিন্তু পরপর তিনটি টেস্টে হেরে তা ৬০ শতাংশের নিচে নেমে যায়। গিয়েছিল।

এদিকে চলতি বর্ডার-গাভাসকার সিরিজ়ে এখনও চারটি টেস্ট বাকি রয়েছে। যে দল সিরিজ় জিতবে তাদের টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলা প্রায় নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়। আর এখন সেই লক্ষ্যেই এগোচ্ছে ভারত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।