Ashes 2025: রো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন ইংল্যান্ড ক্রিকেট দলের ম্যানেজিং ডিরেক্টর রব কি। মূলত, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকেই তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়। ইতিমধ্যেই ইসিবি-র কাছে রিপোর্ট জমা দিয়েছেন তিনি।

Ashes 2025: ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে হারের পরেই ইংল্যান্ড ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ ওঠে (ashes 2025)। পরপর তিন ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করে তারা। আর তারপরেই এই মদ্যপান বিতর্কের তদন্তে নামে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (australia vs england ashes)। 

ইসিবি-র কাছে রিপোর্ট জমা

এই পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন ইংল্যান্ড ক্রিকেট দলের ম্যানেজিং ডিরেক্টর রব কি। মূলত, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকেই তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়। ইতিমধ্যেই ইসিবি-র কাছে রিপোর্ট জমা দিয়েছেন তিনি।

‘ডেইলি মেল’ সূত্রে জানা গেছে, সেই রিপোর্টে বলা হয়েছে, অতিরিক্ত মদ্যপানের যে অভিযোগ উঠেছে তা আদতে ভিত্তিহীন। আসলে তেমন কিছু পাওয়া যায়নি। উল্লেখ্য, দ্বিতীয় এবং তৃতীয় টেস্টের মাঝে নুসা সমুদ্রসৈকতে ছুটি কাটাতে যায় ইংল্যান্ড দল। 

সেখানে ক্রিকেটাররা একটু আধটু মদ্যপান করেন। তবে তা কিন্তু মাত্রা ছাড়িয়ে যায়নি। এমনকি, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের জারি করা কোনও নিয়মও ক্রিকেটারেরা ভাঙেননি। তাই তাদের বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। 

সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে

তবে সেই রিপোর্টে এই কথাও উল্লেখ করা হয়েছে যে, অ্যাশেজ়ের মতো গুরুত্বপূর্ণ সিরিজ়ে যতটা মনঃসংযোগ রাখা উচিত ছিল, ততটা দেখাননি ইংল্যান্ড ক্রিকেটাররা। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ক্রিকেটারদের মধ্যে অল্প হলেও একটু ছুটির মেজাজ ছিল। স্বাভাবিকভাবেই, সেই প্রভাব খেলায় এসে পড়েছে। 

ফলে, ক্রিকেটারদের শাস্তি দেওয়া না হলেও সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আবার যদি এই ধরনের কোনও অভিযোগ সামনে আসে, তাহলে শাস্তি হতে পারে বলেও জানানো হয়েছে। 

এইসবের মাঝেই আরেকটি আলোচিত বিষয় হল, ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্ট। আগামী ৪ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হতে চলেছে এই ম্যাচটি। আপাতত সেই টেস্ট জয়ের লক্ষ্যে ঝাঁপাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।